এবারের কলকাতা লিগে লাল-হলুদ থেকে শুরু করে সবুজ-মেরুনের মতো দুই প্রধানের দাপট টুর্নামেন্টের শুরু থেকে থাকলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাজিমাত করে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। গতবারের মতো এবার ও চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক প্যান্থার্সরা। এই সাফল্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গা।
টুর্নামেন্টে জয় করার পাশাপাশি সর্বাধিক গোল ছিল এই ফুটবলারের। তারপর কেটে গিয়েছিল অনেকটা সময়। তবুও সিএফএল ট্রফি হাতে আসছিলনা এই ফুটবল ক্লাবের। অবশেষে এসেছে সেই দিন। আজ রেড রোডের ক্লাবের হাতে তুলে দেওয়া হল কলকাতা লিগের ট্রফি। নিলেন ক্লাবের কর্মীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শহরের টাউন হলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাদা-কালো শিবিরের হাতে তুলে দেওয়া হল সেই বহু প্রতীক্ষিত রুপোর ট্রফি। তবে শুধু মহামেডান স্পোর্টিং নয় বিভিন্ন বিভাগের বিজয়ী দলগুলির হাতে ও তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি। সেই সঙ্গে এবারের কলকাতা লিগে রানার্স হওয়ার দরুণ সেই ট্রফি ও তুলে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডের হাতে। তবে আজ আইলিগে চার্চিলের সঙ্গে ম্যাচ থাকার সুবাদে
ক্লাবের কোন কর্তা কিংবা দলের ফুটবলারদের পক্ষে উপস্থিত থাকা সম্ভব ছিল না। এই ট্রফি সংগ্রহ করা কোনরকমই সম্ভব ছিল না। তাই এক্ষেত্রে ক্লাবের বিশ্বস্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হল এই ঘরোয়া ট্রফি।
নির্ধারিত সময়ে আজ টাউন হলে উপস্থিত থেকে ট্রফি সংগ্রহ করেন মহামেডান স্পোর্টিং ক্লাবের দুই কর্মী সুলতান ভাই এবং নীরজ ভাই। বছরের পর বছর সাদ-কালো শিবিরের সঙ্গে যুক্ত রয়েছেন দুজনে। এবার তাদের হাত ধরেই ক্লাবে আসল কলকাতা লিগের ট্রফি।