ভারত-দক্ষিণ আফ্ৰিকা টেস্টে শামি! বোলিং দেখবেন খোদ নির্বাচক প্রধান

mohammed-shami-bowling-might-be-watch-ajit-agarkar-during-India-vs-South-Africa-test

গত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটে মহম্মদ শামি (Mohammed Shami) নিয়ে চলছে বিতর্ক ও চর্চা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন তারকা পেসার। রঞ্জি ট্রফিতে নামার আগে ভারতীয় তারকা পেসার নির্বাচকদের কড়া সমালোচনা করেছিলেন। নির্বাচক প্রধান অজিত আগরকর অস্ট্রেলিয়ার দলের ঘোষণার পর জানিয়ে দিয়েছিলেন, শামির ফিটনেস সংক্রান্ত আপডেট তার কাছে নেই। শামি পাল্টা জানিয়েছিলেন, “ফিটনেস নিয়ে আপডেট দেওয়া আমার কাজ না।”

“চ্যালেঞ্জ…” ইডেনের ঘূর্ণি পিচ দেখে দক্ষিণ আফ্ৰিকা নিয়ে ‘বিস্ফোরক গিল’!

   

রঞ্জির এই মরশুমে তিনটি ম্যাচে ১৫টি উইকেট নেয়ার পর অনেকের আশা ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে অন্তর্ভুক্ত করা হতে পারে। কিন্তু ডাক আসেনি। বরং বোর্ডের এক প্রভাবশালী কর্তা জানিয়েছেন, ইংল্যান্ড সফরের জন্য শামির কথা ভাবা হয়েছিল এবং তাঁকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল।

এবার ইডেনে টেস্ট চলাকালীন শহরে আসছেন শামি। তবে সেটা জাতীয় দলের জন্য নয়, রঞ্জি খেলতে আসছেন। ১৬ নভেম্বর থেকে বাংলা দলের রনজি ম্যাচ হবে কল্যাণীতে। শোনা যাচ্ছে, শামির বোলিং দেখতে ব্যক্তিগতভাবে কলকাতায় আসবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। আগরকর বৃহস্পতিবার শহরে পৌঁছাবেন এবং টেস্টের প্রথম তিন দিন কলকাতায় থাকবেন।

তবে আগরকরের শামির বোলিং দেখার ব্যাপারটি নির্ভর করছে টসের ওপর। কল্যাণীর উইকেটের ধরন অনুযায়ী যে দল প্রথমে ফিল্ডিং করবে, সেই অনুযায়ী আগরকর শামিকে সরাসরি মাঠে দেখতে পারবেন। যদি বাংলা দল আগে ব্যাটিং করে, তাহলে আগরকরের কল্যাণী যাওয়ার সম্ভাবনা কম। আগরকর ইতিমধ্যেই শামির বোলিং দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে গুজরাট ম্যাচে নির্বাচক আরপি সিং শামির পারফরম্যান্স খতিয়ে দেখেছিলেন।

ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্স শামিকে জাতীয় দলে ফেরার সম্ভাবনা আরও শক্তিশালী করতে পারে। কল্যাণীর মাটিতে শামির বোলিং কৌশল ও গতিসম্পন্ন বোলিং দেখার জন্য আগরকরের আগ্রহ বিষয়টি ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন