Pakistan: PUBG থেকে অনুপ্রেরণায় বাড়ির সবাইকে গুলি করে খুন

অনলাইন গেম পাবজি নেশায় এতই বুঁদ যে কী করছে খেয়ালই নেই। পাবজি চরিত্রের মতো গুলি চালাতেই আনন্দ। সেই আনন্দ থেকে বাড়ির সবাইকে গুলি করে খুন করল এক নাবালক। মর্মান্তিক এই ঘটনা লাহোরের। পাক পুলিশের (Pakistan) কাছে সব স্বীকার করেছে হামলাকারী যুবক।

লাহোরের খামা এলাকার বাসিন্দা স্বাস্থ্যকর্মী নাহিদ মুবারক। বছর ৪০ এর এই মহিলা ব্যক্তিগত নিরাপত্তার কারণে পিস্তল কিনেছিলেন। লাইসেন্স করানো পিস্তল আলমারিতে থাকত। তাঁর ২২ বছরের পুত্র দিনভর পাবজি খেলে। এ নিয়ে পরিবারের সবাই ক্ষুব্ধ ছিল। পাবজি খেলা বন্ধ করার জন্য ছেলেকে শাসন করেন নাহিদ। বেগতিক বুঝে মায়ের পিস্তল বের করে গুলি করে মা দুই বোনকে খুন করে ওই যুবক।

   

গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। তড়িঘড়ি পুলিশ এসে পিস্তল সহ যুবককে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, পাবজি নেশায় মত্ত হয়েই এমন খুন করেছে ওই যুবক।

পাবজি গেম ভয়াবহ মানসিক বিকৃতি ঘটাচ্ছে। হিংসাত্মক পরিবেশ তৈরি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে উদ্বিগ্ন। বিভিন্ন দেশে পাবজি নিষিদ্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন