প্রতিবেদন, বর্ষশেষের আগেই আবারও বন্দুকবাজের (gunmen) হামলা মেক্সিকোয় (mexico)। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে। যার মধ্যে একটি এক বছরের শিশু এবং ১৬ বছরের এক কিশোর রয়েছে। এই গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক (serious condition)। ঘটনার পরই দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাঝাউয়ের সিয়ালো শহরে এই হামলা হয়েছে। শহরের স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, মাদক পাচারকারী দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে ৮ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দুষ্কৃতী বাইকে করে সিয়ালো শহরে প্রবেশ করে। এরপর তারা একটি বাড়ির ভিতরে থাকা অপর মাদক পাচারকারী গোষ্ঠীর উদ্দেশ্য গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকেও মাদক পাচারকারীরা পাল্টা জবাব দেয়।
দুই দল দুষ্কৃতীর এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় ৮ জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। সিয়ালো শহরের গভর্নর মৃতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নিরীহ পথচারীদের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে।
উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসের মাঝামাঝি মেক্সিকোয় মাদক পাচারকারী দুই গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছিল। দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। জখম হয়েছিলেন আরও বেশ কয়েকজন। মেক্সিকোর বিভিন্ন শহরে মাদক পাচারকারীদের মধ্যে এ ধরনের গুলির লড়াই কার্যত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মাদক পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে মেক্সিকো। সে দেশের সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শেষ ২০ বছরে মাদক পাচারকারীদের হাতে বিভিন্নভাবে প্রায় তিন লাখ মানুষ খুন হয়েছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।