ফেসবুক জনপ্রিয়তায় হারায় শেয়ার কমছে মেটা’র

সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক বিগত কয়েকবছরে প্রায় শিখরে পৌঁছেছে। কিন্তু ক্রমশ জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে মার্ক জুকারবার্গের এই সংস্থা। এর ফলে শেয়ার কমছে ফেসবুকের…

ফেসবুক জনপ্রিয়তায় হারায় শেয়ার কমছে মেটা’র

সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক বিগত কয়েকবছরে প্রায় শিখরে পৌঁছেছে। কিন্তু ক্রমশ জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে মার্ক জুকারবার্গের এই সংস্থা। এর ফলে শেয়ার কমছে ফেসবুকের মূল সংস্থা মেটার।

জানা গিয়েছে, ১৭ বছরের ইতিহাসে প্রথমবার ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা ব্যাপক মাত্রায় কমেছে। যার ফলে শেয়ার বাজারে মেটার শেয়ার একধাক্কায় কমেছে প্রায় ২২ শতাংশ। মূল সংস্থার মুনাফার অঙ্কটা গত বছরের তুলনায় অনেক কম। গত তিন মাসে মেটা ১ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করেছে যা গত বছরের তুলনায় ৮ শতাংশ কম।

গোটা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি। ইতিমধ্যেই ১০ লক্ষ ব্যবহারকারী কমেছে। সংখ্যাটি দেখে মনে হতেই পারে এ আর এমনকি! কিন্তু কর্তৃপক্ষ এতেই সিঁদুরে মেঘ দেখছেন। ব্যবহারকারীর সংখ্যা কমায় বিজ্ঞাপন ব্যবসাতে বিশাল ধাক্কা খেয়েছে সংস্থা। ১০০ লক্ষ প্রোফাইলের বিজ্ঞাপন বন্ধ হয়ে গিয়েছে যা মেটার জন্য যথেষ্ট খারাপ খবর। মনে করা হচ্ছে, ডেটা প্যাকের দাম বেড়ে যাওয়া সহ আরও কিছু কারণে ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়া, দিনে দিনে টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধি ফেসবুকের সামনে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

ফেসবুকের পাশাপাশি করোনা আবহে গত কয়েকমাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের দরও কমেছে। আগামিদিনে ফের জনপ্রিয়তা ফেরাতে ফেসবুক কর্তৃপক্ষ নতুন কোন পথ অবলম্বন করা যায় সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল।