Rupert Murdoch: শখ কত বলছেন সবাই! ৯২ বছরে ফের বর রুপার্ট মারডক

Rupert Murdoch

মিডিয়া মুঘল বলে পরিচিত রুপার্ট মারডক (Rupert Murdoch) ফের বিয়ে করবেন। তিনি তাঁর সঙ্গিনী লেসলি স্মিথকে বিয়ে করার কথা ঘোষণা করেছেন। ৯২ বছরের বর মারডকের বিয়ে নিয়ে হই হই। কণের বয়স ৬৬ বছর।

গত বছর ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে স্মিথের সঙ্গে দেখা হয় মারডকের। এরপর দুজনে প্রেম শুরু করেন।মারডক নিউইয়র্ক পোস্টকে সাক্ষাতকারে জানিয়েছেন, আমি প্রেমে পড়তে ভয় পেতাম।এটিই শেষবার। আরও ভালো কিছু হতে যাচ্ছে। আমি খুব খুশি। বিবিসি জানাচ্ছে, গত বছর চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে মার্কিন বিবাহ বিচ্ছেদ হয়।

   

মারডক বলেছেন,গত সেপ্টেম্বরে আমাদের দেখা হয়েছিল। এবার গ্রীষ্মের শেষে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের পর মারডক এই দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক এবং ইংল্যান্ডে সময় কাটাবেন।

এর আগে মারডক অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ সাংবাদিক আনা মান এবং চিনা উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন