Ghana: সোনার খনিতে যাওয়ার সময় ট্যাংকারে বিস্ফোরণ, শহর ছারখার

এবার ভয়াবহ বিস্ফোরণের (Blast) জেরে কেঁপে উঠল আফ্রিকার ঘানা। স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম ঘানার (Ghana) একটি শহরে একটি মোটরসাইকেলের সঙ্গে বিস্ফোরক বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের জেরে কমপক্ষে ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। যদিও আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়বে।

Advertisements

এই বিস্ফোরণের ফলে পশ্চিম আফ্রিকার খনিজ সমৃদ্ধ দেশটির রাজধানী আক্রা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) পশ্চিমে বোগোসো শহরের কাছে আপিয়াতে কয়েক ডজন বাড়ি ধুলোয় ঢেকে গিয়েছে। ভেঙে পড়েছে একাধিক বাড়িও। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরে আশপাশের শহরগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থলে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

Advertisements

এদিকে ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (এনএডিএমও) উপপরিচালক সেজি সাজি আমেদনু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ এই বিস্ফোরণের কারণে ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।