Sri Lanka Crisis: মানিকে মাগে হিতে গায়িকার আবেদন ‘ভারতে আছি সাহায্য করুন’

তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলংকা (Sri Lanka Crisis)। জ্বালানি তেল ফের শেষের পথে। স্থানীয় বাজারে এক কেজি আপেলের দাম এখন এক হাজার লংকা রুপি। আর প্রতি…

Manike Mage Hithe singer Yohani said help for Sri lanka crisis

তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলংকা (Sri Lanka Crisis)। জ্বালানি তেল ফের শেষের পথে। স্থানীয় বাজারে এক কেজি আপেলের দাম এখন এক হাজার লংকা রুপি। আর প্রতি কেজি নাশপাতি ১৫০০ লংকা রুপি। সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর বিদেশি ঋণের কারণেই এমন অবস্থায় পড়েছে শ্রীলংকা (Sri Lanka Crisis), এমনই বলছেন বিশ্লেষকরা।

দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গান খ্যাত তারকা ইয়োহানি ডি সিলভা।  ফেসবুক পেজে সাহায্যের আহ্বান জানিয়েছেন ইয়োহানি। তিনি লিখেছেন, ‘আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলংকায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।

   

গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলংকা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন। তবে আমি নিশ্চয়তা দিতে পারি, আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ। যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ ভালো। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলংকার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলংকার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার। আশা করি আমার গান শ্রীলংকার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে।’