ManU Vs Liverpool: প্রস্তুতি ম‍্যাচে লিভারপুল’কে ৪-০ গোলে হারাল ম‍্যানচেস্টার ইউনাইটেড

Manchester United beat Liverpool 4-0 in warm-up match

থাইল্যান্ডে লিভারপুল’কে (Liverpool) ৪-০ গোলে উড়িয়ে প্রস্তুতি পর্ব শুরু করলো ম‍্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। কোচ হিসেবে প্রথম ম‍্যাচেই জয় নিশ্চিত করলেন লাল ম‍্যানচেস্টারের নতুন কোচ এরিক টেন হ‍্যাগ।

এদিন লিভারপুলের ডিফেন্ডারদের আড়ষ্টতা চোখে পড়ার মতো ছিলো।২১ মিনিটের ব‍্যবধানে রেডসরা তিনটি গোল হজম করে। ম‍্যাচের ১২ মিনিটে প্রথমে গোল হজম করে লিভারপুল।ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো ক্রস থেকে গোল করে যান জাডন স‍্যাঞ্চো। এরপর লিভারপুল’ও গোল করার সুযোগ পায়।নয়া চুক্তি করা ফাবিও কারভালহো’র শট বারে লেগে ফিরে আসে।

   

কিন্তু ইউনাইটেড ম‍্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলো।মার্কাস রাশফোর্ড এবং স্কট ম‍্যাকটমিনে লিভারপুল’কে মারাত্মক চাপের মধ্যে রেখেছিলো।প্রথমার্ধ শেষের আগে ফ্রেড ব্যবধান বাড়ান।তার রেশ কাটতে না কাটতেই আরেক গোল করে যান মার্শিয়াল।

দ্বিতীয়ার্ধে দুই দল’ই ১০ টা বদল করেছিল দলে।কিন্তু ম‍্যাচে দাপট বজায় রাখে ম‍্যানচেস্টার ইউনাইটেড।শেষে ৪-০ গোলে ম‍্যাচ জিতে যায় টেন হ‍্যাগ ছেলেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন