সিপিআইএমের প্রয়াত নেতা ও বাম জমানায় রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসকে নিয়ে আতঙ্কে থাকতেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী। উনিশ বছর আগের এক ঘটনার কথা উল্লেখ করে ফেসবুক পোস্ট করেছেন বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এই ফেসবুক পোস্টে তিনি তৎকালীন বিজেপি জোট শরিক তৃ়নমূল কংগ্রেস নেত্রী মমতাকে নিয়ে একটি ঘটনার উল্লেখ করেছেন। তথাগত রায় লিখেছেন,
“২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে মমতা হুগলির পোলবা থেকে সন্ধ্যাবেলা কলকাতা ফিরছেন। ছোট মারুতি গাড়ির সামনের সীটে চালকের পাশে উনি, পিছনের সীটে দুজন, তার মধ্যে একজন খন্দকার মুস্তাক আহমেদ। সিপিএমের অনিল বিশ্বাসের গাড়ি পাশ দিয়ে চলে গেল। উনি চিৎকার করে উঠলেন, “কেমন করে চলে গেল ! নিশ্চয়ই আমাদের সাইডে ঠেলে ফেলে দেবার মতলব ছিল ! খন্দকার, তুই এখনই বাজপেয়ীজিকে ফোন কর,… না, না, আডবানিজিকে ফোন কর…”।
বেচারা খন্দকার নতমুখে হুকুম তামিল করতে লাগল।দুটো গাড়ি কিন্তু ধাক্কা লাগার ধারেকাছেও আসে নি।
তারপর উনিশ বছর কেটে গেছে। খন্দকার কবরে শুয়ে কেয়ামতের অপেক্ষায়। কেবল পিছনের সীটে বসা ব্যক্তিটি এখনো জীবিত। সেটি শ্রী আমি।”
সিপিআইএম রাজ্য সম্পাদক থাকাকালীন ২০০৬ অনিল বিশ্বাস প্রয়াত হন। আর মমতা পরে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করেন।