আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

আরজি কর ধুন্ধুমার কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশের ওপর আক্রমণ…

mamata banerjee on RG kar vandalism

আরজি কর ধুন্ধুমার কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশের ওপর আক্রমণ থেকে মেয়েদের মিছিলে বামেদের অংশগ্রহণ নিয়েও কটাক্ষ মুখ্যমন্ত্রীর। গতকাল শ্যামবাজার সহ একাধিক এলাকায় রাতের মিছিলে যোগ দেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম নের্তৃত্ব। সেই ঘটনার প্রেক্ষিতেই মমতার এই বক্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ‘উদ্বিগ্ন’ আমেরিকা, আলোচনা ভারতের সঙ্গে

   

এদিন তিনি বলেন, “অত্যন্ত ঘৃণ্য ঘটনা ঘটেছে। কখনও কখনও এরম ঘটনা এক আধটা ঘটে। এটি একরকম সামাজিক ব্যাধী। তবে গোটা বিষয়টি কোর্ট দেখছে। আশা করি নিরাপরাধ কোনও ব্যাক্তি যেন শাস্তি না পায়। তবে সিপিএম ও বিজেপি একত্রিত হয়ে এই গণ্ডগোল করছে।”

এদিকে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইকে ফাঁসির দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে একাধিক সংগঠন। অন্যদিকে, আরজি কর কাণ্ডে বিরোধীদের আক্রমণে একরকম কোনঠাসা অবস্থা রাজ্য প্রশাসনের। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ধৃত সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে শুক্রবার তৃণমূল পাল্টা মিছিল বের করবে বলে জানালেন মমতা। অর্থ্যাত্ পরিস্থিতি কিছুটা নিজেদের অনুকূলে করতেই শাসকদলের পাল্টা চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্বাধীনতা দিবসেও অব্যাহত রেল-বিপত্তি! চলন্ত দোতলা ট্রেনের কামরা খুলে দুভাগ

তবে এদিনের বক্তৃতায় রাম-বাম জোটকে নিশানা করতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনে বামেদের ইন্ধন যোগানো থেকে উত্তরপ্রদেশের হাতসরকাণ্ডকেও টেনে আনেন তিনি। বুধবার রাতে আরজি হামলার ঘটনার সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের তুলনাও টানলেন। মমতা বলেন, “বাবরি মসজিদ আমরা ভাঙিনি। দাঙ্গা করে মসজিদ ভেঙেছ ওরা। সেদিন রাস্তায় ছিলাম আমি। আরজি করেও এভাবে পরিকাঠামো ভাঙা হয়েছে। এতে অনেক ক্ষতি হয়েছে। এগুলি তৈরি করা সময় সাপেক্ষ।”

ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন ধীরে ধীরে বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি ‘হাইজ্যাক’ করার চেষ্টা করছে বলে শাসক দলের অন্দর থেকেই আগেই আওয়াজ উঠছিল। সেই বিষয়টি মাথায় রেখেই এদিন সুচতুরভাবে ইস্যুটিকে মেরুকরণের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। ‘হাথরস’ থেকে ‘বাবরি মসজিদে’র উল্লেখ সেই ইঙ্গিত দেয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ২০২০ সালের হাথরস ধর্ষণকাণ্ড কিংবা ১৯৯২-র বাবরি মসজিদের ‘ভূত’ এখনও তাড়া করে বিজেপিকে।

আরজি কর কাণ্ডের সঙ্গে নির্ভয়া কাণ্ডের তুলনা টানলেন আলিয়া, গর্জে উঠলেন ‘গাঙ্গুবাঈ’

এখানে ঠিক আরজি কর নিয়ে যখন বিজেপি ঘুঁটি সাজাচ্ছে, সেইসময় মমতার মেরুকরণের চেষ্টা রাজ্যের গেরুয়া শিবিরকে কতটা চাপে রাখবে সেটা দেখার। তবে আদালতে রাজ্যকে ধাক্কা আর অসন্তোষ চিন্তা বাড়িয়েছে শাসক দলের। বৃহস্পতিবার মুখপাত্র তথা প্রাক্তণ সাংসদ শান্তনু সেনকে অপসারন তারই বহিঃপ্রকাশ হিসেবে মনে করছে রাজনৈতিক শিবির।