চুল পরা থেকে মুক্তি পেতে বানিয়ে ফেলুন এই তেল 

কথায় বলে চুল মানুষের সৌন্দর্য বজায় রাখে।লম্বা ঘন কালো চুল প্রত্যেকেরই স্বপ্ন।কিন্তু বর্তমান যুগে চুল পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটির সম্মুখীন প্রায় সকল…

চুল পরা থেকে মুক্তি পেতে বানিয়ে ফেলুন এই তেল 

কথায় বলে চুল মানুষের সৌন্দর্য বজায় রাখে।লম্বা ঘন কালো চুল প্রত্যেকেরই স্বপ্ন।কিন্তু বর্তমান যুগে চুল পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটির সম্মুখীন প্রায় সকল মানুষই হয়ে থাকেন। ছেলে থেকে মেয়ে সকলেই চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন। চুল পড়ার একটি পরোক্ষ কারণ হলো বর্তমানের দূষণ। দূষণ যত দিন দিন বৃদ্ধি পাচ্ছে তত মানুষ তার চুল পড়ার সমস্যার সম্মুখীন হচ্ছে।

আবার অনিয়মিত ও বিশৃঙ্খল জীবনযাপন ও চুল পড়ার কারণ হিসাবে ধরা যায়। কিন্তু এত ব্যস্ত জীবনে আপনি চুল পড়া থেকে মুক্তি পাবেন কি করে। অনেক ক্ষেত্রে বহু দামি দামি জিনিস ব্যবহার করেও এই সমস্যা নির্মূল হয় না। সেক্ষেত্রে একটি ঘরোয়া তেল আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই তেল তৈরির প্রধান দুই উপাদান হলো পেঁয়াজ এবং নারকেল তেল।

আমরা সবাই জানি পেঁয়াজ রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে কিন্তু এবার পেঁয়াজ দিয়ে আপনি আপনার চুলের সমস্যা দুর করতে পারবেন ।একটি পেঁয়াজ নিয়ে তা থেকে রস বের করে নিতে হবে। পেঁয়াজের রস চুলের জন খুবই উপকারী। এটা চুলকে গোড়া থেকে শক্ত করতে এবং নরম করতে সাহায্য করে। অন্য উপাদান খাঁটি নারকেল তেল। অনেক পুরনো কোম্পানির খাঁটি নারকেল তেল রয়েছে যা আপনি এই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন।

Advertisements

এই দুই উপাদানকে একত্রিত করে একটি বাটিতে নিয়ে সেটি বেশ কিছুক্ষণ আগুনে ফোটাতে হবে। তারপর সেটি একটি কাঁচের শিশিতে ভরে রেখে দিতে হবে। এটিকে আপনি প্রায় ৬ মাস রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালো করে চুলের গোড়ায় দিয়ে মালিশ করে শুয়ে পড়ুন। এটি আপনার চুলকে করবে সুন্দর ঘন কালো। চুল পড়া বন্ধ করবে। এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।