BJP: নাড্ডার সফরের মাঝে নেতাদের সঙ্গে বচসায় লকেট, বাড়ছে দলত্যাগ সম্ভাবনা

Locket Chatterjee-JP Nadda

রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। প্রথম দিনে তাঁর একাধিক কর্মসূচি হুগলি জেলায়। নাড্ডার কর্মসূচির মাঝেই জেলার নেতাদের সঙ্গে বচসায় জড়ালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket chatterjee)। 

Advertisements

সকালে বন্দেমাতরম ভবনের সামনে জেপি নাড্ডার কনভয় পৌঁছানোর আগেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহকে রেগে গিয়ে কিছু বলেন লকেট৷ দীপাঞ্জন গুহ লকেটকে যতই কিছু বলার চেষ্টা করছেন, পরিস্থিতি ততই গরম হতে দেখা যাচ্ছে। কিন্তু নাড্ডা পৌঁছাতেই বিষয়টা ধামাচাপা পড়ে যায়।

সূত্রের খবর, জেপি নাড্ডা পৌঁছানোর আগে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ এবং তাঁর অনুগামীরা৷ যারা লকেট চট্টোপাধ্যায়ের বিপক্ষ শিবির বলেই পরিচিত। দীপাঞ্জনের ওপর সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব থাকার পরেও কী করে ওই নেতারা উপস্থিত হলেন তা নিয়েই দুজনের বচসার সূত্রপাত।

Advertisements

চু্ঁচুড়ার সেই বিবাদ মুখ খুলতে নারাজ বিজেপির একাংশ৷ শুধুমাত্র সুবীর নাগ জানিয়েছেন, তিনি রাজ্য কমিটির সদস্য দলের তরফে আমন্ত্রণ পেয়েই এদিন উপস্থিত হন।