গুরু-শিষ্য দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য উপহার এই দিন!

lionel-messi-vs-yamal-in-finalissima

ফুটবল বিশ্বের নজর এখন ‘গুরু-শিষ্য’ দ্বৈরথের দিকে। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) আর স্পেনের যুব প্রতিভা ইয়ামাল ফিফার ফিনালিসিমায় মুখোমুখি হতে পারেন আগামী বছরের ২৭ মার্চ।

চেন্নাই থেকে কলকাতা? ধোনির এই সতীর্থকে দলে টানতে আগ্রহী শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

   

মেসি, যিনি কেরিয়ারে বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোড়া কোপা আমেরিকা শিরোপা জিতেছেন, বার্সেলোনার ইতিহাসেও এক অবিস্মরণীয় নাম। অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সে ইউরো জয়ী ইয়ামাল, স্পেনের আগামী বিশ্বকাপে নিজের সেরাটা দিতে প্রস্তুত। এই দুই প্রতিভার মধ্যে আরও এক মিল, বার্সেলোনা ক্লাব। যদিও মেসি আর ইয়ামাল কখনো একসাথে খেলেননি, ২০২৩ সালে ইয়ামাল যখন বার্সেলোনার জার্সি পরেন, মেসি তখন ক্লাব ত্যাগ করেছেন।

স্পেনের গণমাধ্যম মার্কার জানিয়েছে, ফিনালিসিমার ম্যাচ হতে পারে কাতারের লুসেল স্টেডিয়ামে, যেখানে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল। মেসির জন্য এটি বিশেষ এক মঞ্চ, কারণ তিনি সেই ফাইনালে বিশ্বকাপ জিতেছিলেন।

ফুটবল প্রেমীদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। মেসির ‘স্নেহস্পর্শে’ বেড়ে ওঠা ইয়ামালের সঙ্গে সাক্ষাৎ হবে প্রথমবার। বার্সেলোনায় থাকাকালীন মেসি যে ধরনের যত্ন ও প্রশিক্ষণ দিয়েছিলেন ইয়ামালকে, তারই এক ধরনের ফলাফলের সাক্ষী হতে চলেছে বিশ্ব ফুটবল। যদিও দুই দেশের ফুটবল সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে জুন-জুলাই মাসে বিশ্বকাপ শুরুর আগে এই দ্বৈরথ দুই দলের জন্য একটি ঝালিয়ে নেওয়ার মঞ্চও হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবিহারের কাট্টা সংস্কৃতি নিয়ে কি বার্তা মোদীর
Next articleনতুন Hero Xtreme 160R 4V পাচ্ছে ক্রুজ কন্ট্রোল ও রাইডিং মোড
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।