এবার ইডেন পর্যন্ত পার্পল লাইন, সুড়ঙ্গ যাবে রাজভবনের নীচ দিয়ে

special metro services during book fair

কলকাতা: কলকাতা মেট্রোর পার্পল লাইনের গন্তব্য এবার আরও বিস্তৃত৷ এসপ্ল্যানেডে না থেমে মেট্রো  লাইন নিয়ে যাওয়া হবে সরাসরি ইডেন গার্ডেন্স পর্যন্ত। আর এই পথে মেট্রোর সুড়ঙ্গ গিয়েছে এমন এক জায়গা দিয়ে, যা রীতিমতো ঐতিহাসিক৷ জানা গিয়েছে, রাজভবনের বাগানের নিচ দিয়ে এই লাইন পাতা হবে ( Kolkata Metro Purple Line)।

Advertisements

নতুন এই প্রকল্পে প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির, যা ইতিমধ্যেই মিলেছে। সবুজ সংকেত পেয়েই প্রাথমিক সমীক্ষা সেরে ফেলেছে নির্মাণকারী সংস্থা আরভিএনএল (রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড)। জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে ইডেন পর্যন্ত ১.৬ কিমি দূরত্বে তৈরি হবে নতুন প্রান্তিক স্টেশন, যা বসবে ইডেন গার্ডেন্সের ১ নম্বর গেটের কাছেই।

এই প্রসঙ্গে আরভিএনএল-এর এক প্রযুক্তিবিদ জানান, ‘‘টপোগ্রাফিক্যাল সার্ভে শেষ হয়েছে। রাজভবনের বাগানের পাশ দিয়ে প্রায় ২৫০ মিটার টানেল যাবে। তার পর রাস্তা পার হয়ে সুড়ঙ্গ পৌঁছবে ইডেন স্টেশন পর্যন্ত।’’

শুধু ইডেন নয়, পার্পল লাইনের অন্যপ্রান্তেও সম্প্রসারণের ইঙ্গিত মিলেছে। আইআইএম জোকার কাছেই আরও একটি নতুন স্টেশনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisements

ইঞ্জিনিয়ারদের মতে, মেট্রোর নতুন লাইন বসানোর আগে শুধু বাণিজ্যিক সম্ভাবনা নয়, ভূপ্রকৃতি, নির্মাণের জটিলতা এবং পরিবেশগত বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। সেই সব দিকেই ইতিবাচক রিপোর্ট এসেছে বলেই দ্রুত এগোচ্ছে ইডেন প্রকল্প।

এই সম্প্রসারণ সম্পূর্ণ হলে ময়দান ও শহরের প্রাণকেন্দ্রগুলির সঙ্গে মেট্রো যোগাযোগ আরও মসৃণ ও কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শহরের হৃদয় জুড়ে ছুটবে আরও এক নতুন পথের ট্রেন।