IFA শিল্ড ফাইনালের ডার্বিতে কার দিকে পাল্লা ভারী?

Kolkata Derby between Mohun Bagan vs East Bengal in IFA Shiled Final

আইএফএ শিল্ড ফাইনাল (IFA Shield Final) মানেই বাড়তি উত্তেজনা। আর সেটা যদি হয় কলকাতা ডার্বি, তাহলে তো কথাই নেই। রবিবার মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। সেই হার শোধ দিতেই মরিয়া হয়ে উঠেছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা। অন্যদিকে, লাল-হলুদের অস্কার ব্রুজো চাইছেন কোচ হিসেবে নিজের প্রথম বড় ট্রফি জিততে।

মোহনবাগানের রক্ষণভাগে রয়েছে টম অলড্রেড ও আলবার্তো রদ্রিগেজের মতো শক্তিধর বিদেশি ডিফেন্ডাররা। মেহতাব সিংয়ের অন্তর্ভুক্তিতে রক্ষণে একজন বিদেশিকে রেখে আক্রমণভাগে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস এবং রবসন রবিনহোকে একসঙ্গে খেলাতে পারছেন কোচ মোলিনা। আক্রমণভাগে ভারসাম্য থাকলেও মাঝমাঠ এখনও সেই জমাট বাঁধেনি। পাশাপাশি, মনবীর সিং চোট কাটিয়ে ফিরলেও তিনি ম্যাচ ফিট কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

   

তবে মোহনবাগানের সবচেয়ে বড় হাতিয়ার জেমি ম্যাকলারেন। যেকোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অস্ট্রেলিয়ান তারকা। আধা-চান্সকে গোল বানিয়ে নেওয়ার তাঁর দক্ষতাই তাঁকে ভয়ঙ্কর করে তোলে।

শিল্ড ফাইনালে লাল-হলুদের জন্য শুভ কামনায় বাইচুং

ইস্টবেঙ্গল তুলনামূলকভাবে গোছানো দল নিয়ে মাঠে নামছে। মাঝমাঠে মিগুয়েল, সাউল ক্রেসপোর নিয়ন্ত্রণে খেলছে দল। রক্ষণভাগে জয় গুপ্তা ও কেভিন আসার পর থেকে এক ঝটকা শক্তি ফিরে পেয়েছে লাল-হলুদ বাহিনী। মহম্মদ রশিদ ডিফেন্সিভ মিডফিল্ড থেকে গোলের খোঁজও রাখছেন, এক্ষেত্রে কোচ অস্কার ব্রুজোর বড় ভরসা।

আক্রমণভাগে বড় অস্ত্র হতে পারেন নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। তাঁর গতি, টেকনিক ও ‘অপ্রেডিক্টেবল’ খেলা প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। তবে ইস্টবেঙ্গলের বড় সমস্যা হল গোলস্কোরারের অভাব। মিগুয়েল ভালো খেললেও গোল পাচ্ছেন না। আর হামিদকে বসিয়ে ডেভিডকে খেলানোর সিদ্ধান্তও কিছুটা ধাক্কা দিয়েছে লাল-হলুদের আক্রমণে। রবিবার বিকেল গড়াতে না গড়াতেই মিলবে সব প্রশ্নের উত্তর।

Kolkata Derby between Mohun Bagan vs East Bengal in IFA Shiled Final

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন