Bank News: ব্যাঙ্কে জরুরী কাজ বাকি! শনিবারই সেরে ফেলুন, নয়তো দীর্ঘ অপেক্ষা করতে হবে

এপ্রিল মাস শেষ হতে চলেছে। মাসের শেষে বা শুরুতে অনেকেরই ব্যাঙ্কে (Bank) জরুরী কাজ থাকে, মাইনে তোলা ফেলা থেকে শুরু করে রেকারিং বা মানি ওডার…

এপ্রিল মাস শেষ হতে চলেছে। মাসের শেষে বা শুরুতে অনেকেরই ব্যাঙ্কে (Bank) জরুরী কাজ থাকে, মাইনে তোলা ফেলা থেকে শুরু করে রেকারিং বা মানি ওডার করা, চেক ফেলা, নানা কাজ, তবে আপনার হাতে যদি তেমন কিছু থেকে থাকে তবে আজ শনিবারেই তা মিটিয়ে ফেলুন। কারণ তারপরই অপেক্ষা বাড়বে দীর্ঘ।

মে মাসে আপনার যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনও জরুরি কাজ থাকে, তবে তা ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে সেই মতো পরিকল্পনা সেরে নিতে পাবেন, যাতে আগামী দিনে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়। তাই শনিবারই অর্থাৎ মাসের শেষ দিনই নিজের জরুরী কাজ যতটা সম্ভব মিটিয়ে ফেলুন। তবে টানা চার দিন ছুটি জায়গা বিশেষে। সব রাজ্যের ক্ষেত্রে ছবিটা এক নয়। তাই আগে নিজের রাজ্যের সঙ্গে মিলিয়ে নিন ছুটির তালিকা, সেি অনুযায়ী স্থির করুন আপনার কাজ ঠিক কবে কবে করে নেওয়া যায়!

   

রিজার্ভ ব্যাঙ্ক মে, ২০২২-এর সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করেছে। মে মাসের শুরুতে টানা চারদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এই চারদিন ছুটির মধ্যে রবিবারের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, পুরো মে মাসে মোট ১৩টি ছুটি রয়েছে, যার মধ্যে চারটি ছুটি পড়েছে মাসের প্রথম সপ্তাহেই।

Advertisements

১ মে ২০২২: শ্রমিক দিবস / মহারাষ্ট্র দিবস। সারা দেশে ব্যাঙ্ক বন্ধ। এদিন রবিবারের ছুটিও পড়েছে। ২ মে ২০২২: মহর্ষী পরশুরাম জয়ন্তী – অনেক রাজ্যেই ছুটি, ব্যাংক বন্ধ। ২ মে ২০২২: ঈদ-উল-ফিতর, বাসভ জয়ন্তী উপলক্ষে, ৪ মে ২০২২: ঈদ-উল-ফিতর উপলক্ষে এবং ৯ মে ২০২২: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে।

১৪ মে ২০২২ : মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাংক ছুটি, ১৬ মে ২০২২ : বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ, ২৪ মে ২০২২ : কাজী নজরুল ইসমালের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক ছুটি এবং ২৮ মে ২০২২ : মাসের চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News