নিলামের আগে এই ১৩ ক্রিকেটারকে রেখে ঘর গোছাবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

kkr-might-be-retention-star-13-cricketers-ahead-ipl-2026-auction

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ (IPL 2026) মরশুম শুরু হতে এখনও অনেক দেরি, কিন্তু তার আগেই উত্তেজনার পারদ চড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির নিলাম প্রস্তুতিতে। আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৬ নিলাম পর্ব। তার আগে নিয়ম অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের রিটেনশন তালিকা প্রকাশ করবে সব দল। সেই মতোই নিজেদের দল গোছানোর প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (KKR)।

হতাশার মরসুম পেছনে ফেলে নতুন শুরু করতে চায় নাইটরা

আইপিএলের অষ্টাদশ আসর একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের। নেতৃত্বে পরিবর্তন এনে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করার পরও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে মরসুম শেষ করে নাইটরা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, দলের গঠন ও কৌশল বুঝে উঠতে পারেননি রাহানে। ফলে পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে একেবারে নতুনভাবে দল সাজাতে চায় ম্যানেজমেন্ট।

   

ক্রিকবাজ ও স্পোর্টস ইয়ারির প্রতিবেদনে দাবি করা হয়েছে, KKR আগামী মরসুমেও দলের মূল ভরসা হিসেবে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে রিটেইন করবে। এই দুই ক্যারিবিয়ান তারকাকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই ম্যানেজমেন্টের। বহু বছর ধরে এই দু’জন নাইটদের সাফল্যের স্তম্ভ হিসেবে রয়েছেন এবং নতুন সিজনেও তাঁদের উপরই আস্থা রাখছে দল।

আরও যাঁরা থাকতে পারেন রিটেনশন তালিকায়

সূত্র অনুযায়ী, রাসেল-নারিনের পাশাপাশি KKR-এর রিটেনশন তালিকায় থাকতে পারেন—
বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমণদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, রোভম্যান পাওয়েল, বৈভব আরোরা, স্পেন্সর জনসন, মায়ঙ্ক মার্কেন্ডে এবং অজিঙ্কা রাহানে। যদিও রাহানেকে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, তিনি স্কোয়াডে থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব হারাতে পারেন।

কাদের ছাড়তে পারে KKR

অন্যদিকে, আইপিএল ২০২৬-এর আগে নাইট শিবির থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তালিকায় রয়েছেন—
ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), মঈন আলি, কুইন্টন ডি’কক, এনরিখ নরকিয়া ও অনুকূল রায়। ম্যানেজমেন্ট নতুন করে দল গঠনের জন্য বড় বাজেট হাতে রাখতে চায়, তাই কিছু দামী প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা প্রবল।

রিপোর্ট অনুযায়ী, আসন্ন নিলামের জন্য KKR মোট বাজেট থাকতে পারে প্রায় ১২৫ কোটি টাকা। তবে রিটেনশন পর্ব শেষ হলে প্লেয়ার কেনার জন্য নাইট ম্যানেজমেন্টের হাতে প্রায় ৫৩ থেকে ৫৮ কোটি টাকা অবশিষ্ট থাকতে পারে। সব মিলিয়ে, আইপিএল ২০২৬ আগে নিজেদের নতুন রূপে গড়ে তোলার পথে হাঁটছে কলকাতা নাইট রাইডার্স। রাসেল-নারিনের অভিজ্ঞতা, রিঙ্কু-বরুণদের তারুণ্য দুই মিশ্রণে এক নতুন শক্তিশালী দল তৈরি করাই এখন নাইট ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমাত্র ৩ দিন পর ভারতে আসছে OnePlus 15, জানুন দাম ও ফিচার
Next articleপ্রকাশ্যে স্কুল শিক্ষিকাকে কান ধরে ওঠবস জলপাইগুড়িতে
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।