Monday, December 8, 2025
HomeSports NewsKibu Vicuna: কলকাতার ক্লাবে কোচিং করাতে আসছেন কিবু ভিকুনা

Kibu Vicuna: কলকাতার ক্লাবে কোচিং করাতে আসছেন কিবু ভিকুনা

- Advertisement -

নিশ্চিত হল সম্ভাবনা। কলকাতায় ফিরছেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। ফের ময়দানে দেখা যাবে চ্যাম্পিয়ন কোচের ম্যাজিক। আগেই শোনা গিয়েছিল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে কোচিং করাতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেক প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে তাঁর ফুটবল ক্লাব।

কলকাতার ফুটবল লিগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে দেখার সম্ভাবনা রয়েছে। আর্বিভাবে চমক দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কলকাতার টুর্নামেন্টে ভালো মানের দল গড়া তাদের লক্ষ্য। সেই সঙ্গে ভালো প্রোফাইলের কোচের সন্ধানে ছিল ক্লাব। বেশ কিছু দিন আগেই শোনা গিয়েছিল, প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে আই লিগ জয়ী কিবু ভিকুনাকে।

   

এপ্রিলের শেষের দিকে ভিকুনার নাম শোনা গিয়েছিল। তখন খবর ছিল, “বাগানের প্রাক্তন কোচের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। আর্থিক বিষয়ে চলছে আলোচনা। সেটাও শীঘ্রই মিটিয়ে নিতে চাইছেন ডায়মন্ড হারবারের নতুন এই ফুটবল দলের কর্তারা।” মে মাসের একেবারে শেষে খবরে পড়ল সিলমোহর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular