কলকাতা: জেলে হঠাৎ অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’৷ জ্ঞান হারাতেই তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জেল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কাকু। দীর্ঘদিন ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি৷ অস্ত্রপচারও হয়েছে তাঁর৷ হৃদরোগ জনিত সমস্যার কারণে তিনি সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে। (Kalighater Kaku fell sick inside jail)
বিচার ভবনে ছিল শুনানি Kalighater Kaku fell sick inside jail
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করেছে ইডি। সোমবার বিচার ভবনে ছিল শুনানির দিন। কিন্তু, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সোমবার আর ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি সম্ভব হল না৷ তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী নির্দেশ দেবে৷
বেসরকারি হাসপাতাল চিকিৎসার আর্জি Kalighater Kaku fell sick inside jail
কাকু অসুস্থ হওয়ার পরই তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল ‘কাকু’কে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এর আগে এই হাসপাতালেই চিকিৎসা ও অস্ত্রোপচার হয়েছিল কাকুর। তাঁর আবেদনের বিরোধিতা করেনি ইডি৷ তবে কাকুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা৷ পরে ঠিক হয় পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই কাকুকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ৷
সিবিআই হেফাজত থেকে ফিরেছিলেন জেলে Kalighater Kaku fell sick inside jail
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ‘কালীঘাটের কাকু’৷ প্রেসিডেন্সি জেল হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ কিছু দিন আগে ইডি-র মামলায় জামিন পান তিনি৷ তবে জেলমুক্তি ঘটেনি৷ কাকুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিবিআই৷ সেই হেফাজতের মেয়াদ শেষে ফের প্রেসিডেন্সিতেই ফিরে যান ‘কাকু’৷ চার্জ গঠনের সময়ে সশরীরেই আদালতে হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু ফের অসুস্থ হয়ে হাসপাতালে নিয়োগ দুর্নীতির অন্যতম কালপ্রিট৷
West Bengal: Sudden illness strikes Sujay Krishna Bhadra, aka ‘Kalighat Kaku,’ in prison. Rushed to SSKM Hospital from Presidency Jail after losing consciousness. He has long suffered from heart issues and recently underwent surgery. Suspected heart-related episode.