HomeUncategorizedOperation Pataliputra: কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে বিহারে নাড্ডা

Operation Pataliputra: কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে বিহারে নাড্ডা

- Advertisement -

বিজেপির যৌথ কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে বিহার (Bihar) যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সম্প্রতি বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ দলের জাতীয় সদর দপ্তরে সমস্ত ফ্রন্ট প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সব ফ্রন্টের সভাপতি। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩০-৩১ জুলাই বিহারের রাজধানী পাটনায় সব ফ্রন্টের যৌথ কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে আরও ঠিক হয়েছে, কার্যনির্বাহী সংসদের যৌথ বৈঠকের দু’দিন আগে ফ্রন্টের সব বিশিষ্ট নেতারা দু’দিন বিহারের বিভিন্ন জেলায় কাটাবেন। তেলঙ্গানায় জাতীয় কার্যনির্বাহী সভার আদলে বিহারেও এই বৈঠক করা হবে। এই বৈঠকের উদ্দেশ্যই হল যে তৃণমূলীয় স্তরে দলের কী অবস্থান কী রয়েছে।

   

এর ফলে সংগঠনে পরিবর্তন থেকে শুরু করে নির্বাচনী প্রস্তুতি পর্যন্ত কৌশল তৈরি করা আরও সহজ করে তুলবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও। শুধু তাই নয়, এই বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ফ্রন্টের যুগ্ম কার্যনির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে সহ-আয়োজক মন্ত্রী শিব প্রকাশকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular