ডাইনি সন্দেহে একই পরিবারের তিনজনকে হত্যা, জঙ্গলে মিলল দেহ

ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম জেলায় একই পরিবারের তিনজনকে নিশংস হত্যা। ওই তিনজনের গলাকাটা অর্ধনগ্ন দেহ (Body) উদ্ধার হয় জঙ্গলে (forest)। সন্দেহ করা হচ্ছে জাদুবিদ্যার জেরে…

forest-range-officer-India

ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভূম জেলায় একই পরিবারের তিনজনকে নিশংস হত্যা। ওই তিনজনের গলাকাটা অর্ধনগ্ন দেহ (Body) উদ্ধার হয় জঙ্গলে (forest)। সন্দেহ করা হচ্ছে জাদুবিদ্যার জেরে এই তিনজনকে খুন করা হয়েছে। ঘটনাটি পশ্চিম সিংভূম জেলার  নকশাল প্রভাবিত বান্দগাঁও ব্লকের তেবো থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  মৃতদের নাম ৬০ বছর বয়সী দুগুলু পূর্তি, তার ৫৫ বছর বয়সী স্ত্রী সুকু হোরো এবং ২৪ বছর বয়সী মেয়ে দশকির পূর্তি, তেবো থানা এলাকার সিয়াকেল গ্রামের বাসিন্দা। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তিনজনকে। জঙ্গলের দিকে যাওয়া গ্রামবাসী তার দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

   

পুলিশ তাৎক্ষনিক জঙ্গলে গিয়ে দেহটি উদ্ধার করে শনাক্ত করে। পরে পরিবারের লোকজনকে জানানো হয়। পুলিশের মতে, প্রাথমিকভাবে এটা জাদুবিদ্যার ঘটনা হতে পারে। তবে ঘটনাস্থলে গিয়ে এবং নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের কোনো প্রতিবেশী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই কুপ্রথা বন্ধ করতে কঠোর আইন করা হয়েছে। এ ধরনের ঘটনায় কঠোরতম শাস্তি দেয়া হচ্ছে, তা সত্ত্বেও এ ধরনের ঘটনা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে হিরাঞ্চির বেদো থানা এলাকার ভাসান্দা গ্রামের বাসিন্দা ৪৭ বছর বয়সী মহিলা মুন্নি দেবীকেও জাদুবিদ্যা সন্দেহে খুন করা হয়েছিল। এই মহিলার বাড়িতে জোর করে ঢুকে পাঁচজন মিলে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় তাকে বাঁচাতে অভিযুক্তরা মুন্নি দেবীর স্বামী মংরা ওরাওঁকে বেধড়ক মারধর করে।