ইডেনে ইতিহাস! ৫ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়লেন বুমরাহ

jasprit-bumrah-historic-five-wicket-haul-india-vs-South-Africa-eden-gardens-test-2025

ইডেন গার্ডেন আবারও সাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই নজিরে নজির গড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দেশের মাটিতে ১৭ বছর পর টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট তুলে নেওয়ার বিরল কীর্তি স্পর্শ করলেন তিনি। ২০০৮ সালে আহমেদাবাদে ডেল স্টেনের পর এবার সেই তালিকায় যুক্ত হল বুমরাহর নাম।

মাত্র ২৭ রানে ৫ উইকেট। সংখ্যাটা যেমন ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর ছিল বুমরাহর শৈল্পিক বোলিং। নিখুঁত লাইন, ধার ধারালো লেংথ, মাঝে মাঝে মারণ ইন-ডিপার, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কোনও উপায়ই ছিল না। বিশেষ করে দুই ওপেনার, রিকলটন (৩১) এবং মার্করাম (২৩)—যাদের শুরুটাই ধাক্কা দিয়ে থামিয়ে দেন ভারতীয় পেসার।

   

ইডেনে ছয় বছর পর নতুন পাঁচ উইকেট শিকার

২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের ঐতিহাসিক টেস্টে ইডেনে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। ছয় বছর পর সেই রেকর্ডের পাশে নিজের নাম লিখলেন বুমরাহ। তাও আবার দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে।

২০১৮ সালের পর থেকে টেস্টে বিপক্ষ দলের ওপেনারদের সবচেয়ে বেশি বার আউট করলেন বুমরাহ। সংখ্যাটা বিস্ময়কর, ১৩ বার। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (১২ বার) দখলে। ১১তম ওভারে রিকলটনকে ফিরিয়ে বুমরাহ রেকর্ডটি ছুঁয়ে ফেলেন, আর ১৩তম ওভারে মার্করামকে আউট করে এককভাবে শীর্ষে উঠে যান।

রিকলটনকে বোল্ড করার সঙ্গে সঙ্গে আরেকটি বড় মাইলফলক ছুঁলেন তিনি। ভারতের বোলারদের মধ্যে বোল্ড করে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় উঠে এলেন তৃতীয় স্থানে।

অনিল কুম্বলে — ১৮৬

কপিল দেব — ১৬৭

জসপ্রিত বুমরাহ — ১৫২

রবিচন্দ্রন অশ্বিন — ১৫১

কেবল উইকেটের সংখ্যাই নয়, বুমরাহর বোলিং দেখার পর স্পষ্ট দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বারবার চিন্তায় ফেলেছেন তিনি। এক ওভারেই ছয় ধরনের ডেলিভারি। গতি, সুইং, সিম সবকিছুর মিশেল। ‘হিট দ্য ডেক’ লেংথে অবিশ্বাস্য নিয়ন্ত্রণ। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটও দেখল কেন বুমরাহকে আধুনিক যুগের সেরা টেস্ট পেসার বলা হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleনক্ষত্রপতন: না ফেরার দেশে ‘লাল সিং চাড্ডা’ ছবির অভিনেত্রী
Next articleবিজেপির স্ট্রাইক রেটের রহস্য ভেদে গোয়েন্দা কুনাল
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।