Jamshedpur FC: বাংলাদেশী জাতীয় কোচকে দলের সহকারি কোচ করল জামশেদপুর এফসি

Stuart Watkiss

আগামী মরশুমের দলের সহকারী কোচের পদে Stuart Watkiss – কে নিযুক্ত করলো জামশেদপুর এফসি (Jamshedpur FC)। দলের নয়া কোচ Aidy Boothroyd এর অধীনে কাজ করবেন তিনি।

এটাই ওয়াটকিসের প্রথম বারের মতো ভারতে কাজ করা এমনটা নয়,এর আগে ২০১৪ – ১৫ মরশুমে ভারত এফসি’র হয়ে কাজ ক‍রেছিলেন তিনি, তবে সেইবারের অভিজ্ঞতা ভালো নয় তার,সদ‍্য অভিষেককারী দলটা লিগে শেষ পজিশনে শেষ করে,তবে চমকপ্রদ বিষয় হলো সেইবারের চ‍্যাম্পিয়ান মোহনবাগান’কে হারিয়ে দিয়েছিল তারা।

   

Wolverhampton Wanderers – এর এই প্রাক্তন ডিফেন্ডার বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন।জামশেদপুরে সই করার পর এখন থেকেই বেশ সত‍র্ক কোচ। তিনি বলেছেন, “নিঃসন্দেহে একটা বিরাট দায়ী।জামশেদপুর শিল্ড উইনার, আগামী মরশুমেও ক্লাব’কে শিল্ড জয়ের পথ দেখাতে চাই।পাশাপাশি আরও সাফলতা পাক এই ক্লাব,এমনটাই চাই আমি।ম‍্যাচ ধরে ধরে এগোতে চাই।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন