ইতালি সংসদে বুধবার এই প্রথম একজন মহিলা সাংসদ তার পুত্রসন্তানকে স্তন্যপান করালেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী মহিলা সাংসদ গিল্ডা স্পোর্টিয়েলো (lawmaker Gilda Sportiello)চেম্বার অফ ডেপুটিতে (Chamber of Deputies) ছেলে ফেডেরিকোকে (son Federico) স্তন্যপান করান। স্তন্যপানের পর সকল সাংসদরা হাততালি দিয়ে মাকে সমর্থন জানান এবং গিল্ডার প্রশংসাও করেন।
অন্য কোনও দেশে ব্রেস্টফিডিং-এর ঘটনা হয়ত এমন কিছু না। কিন্তু পুরুষ-শাসিত ইতালিতে এই প্রথম এমন ঘটনার সাক্ষী থাকল সংসদ থেকে গোটা দেশ। এই প্রথম সংসদের ভিতরে কোন মা তার সন্তানকে স্তন্যপান করালেন। সংসদের অধ্যাক্ষ জিওরজিও মুলে (Giorgio Mule) জানান যে এই ঘটনা এই প্রথম যেখানে সব দলের সমর্থন নিয়ে কোন নারী তাঁর সন্তানকে তার স্তন্যপান করালেন।
গত বছর, এক সাংসদীয় নিয়ম প্যানেল মহিলা সাংসদদের তাদের সন্তানদের নিয়ে সংসদে প্রবেশ করার এবং তাদের স্তন্যপান করার অনুমোতি দেয়। তবে এটা সন্তানদের ১ বছর বয়স অবধি করা যাবে।