ISL: ম‍্যানচেস্টার সিটির প্রাক্তন তারকা স্ট্রাইকারকে দলে এনে চমক দিতে চাইছে কেরালা ব্লাস্টার্স

Montenegro star Stevan Jovetic

আইএসএলের (ISL) দলবদলের সম্প্রতি চমক দিয়েছিল এটিকে মোহনবাগান৷ তারকা ফরাসি ফুটবলার পল পোগবার দাদা’কে সই করিয়ে।এবার আরও একটু চমক দেখতেই পারে ভারতের ফুটবল দর্শক’রা।

Advertisements

সূত্রের খবর অনুযায়ী মন্টেনেগ্রো’র তারকা ফুটবলার স্টিভান জোভেটিক’কে দলে নেওয়ার জন্য কথা বার্তা চালাচ্ছে কেরেলা ব্লাস্টার্স।বছর ৩২ এর এই আক্রমণ ভাগের ফুটবলারের সিভি’টি দারুণ চমকপ্রদ,কেরিয়ার শুরু করেন পার্টিজানের হয়ে।

   

এরপর খেলেছিলেন ফিওরেন্তিনা,ম‍্যানচেস্টার সিটি,ইন্তার মিলান,সেভিয়ার মতো বিশ্বের প্রথম সারির ক্লাবে।বর্তমানে তিনি খেলছেন বুন্দেসলিগা’র ক্লাব হার্থা বিএসএইচে,ক্লাবের হয়ে ১৮ ম‍্যাচ খেলে ৬ গোল করে ফেলেছেন তিনি এখনো অবধি। ইংল্যান্ডের বিখ‍্যাত ক্লাব ম‍্যানসিটির হয়ে ২০১৩-১৪ মরশুমে প্রিমিয়ার লিগ জিতেছিলেন তিনি।

মন্টেনেগ্রো’র জাতীয় দলের হয়ে ৬৩ টা ম‍্যাচ খেলেছিলেন,গোল করেছিলেন ৩১ টি।বর্তমানে হার্থা’র সাথে ২০২৩ অবধি চুক্তি আছে সংশ্লিষ্ট ফুটবলারের।তার বর্তমান মার্কেট ভ‍্যালু ২০ কোটি টাকা। এতো বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাকে আদৌও আনতে পারবে কিনা কেরালা, সেটাই বিরাট প্রশ্নের বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements