ISL : দলে নিশ্চিত হওয়ার পথে ইরানিয়ান ফুটবলার

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিশ্চিত হচ্ছেন ইরানের তারকা ডিফেন্ডার। তবে এটিকে মোহন বাগান ক্লাবে নয়। লিগের অন্য একটি দলের। এবারের দল বদলের মরশুমে একাধিক ইরানিয়ান…

Vafa Hakhamaneshi

short-samachar

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিশ্চিত হচ্ছেন ইরানের তারকা ডিফেন্ডার। তবে এটিকে মোহন বাগান ক্লাবে নয়। লিগের অন্য একটি দলের। এবারের দল বদলের মরশুমে একাধিক ইরানিয়ান ফুটবলারের নাম শোনা গিয়েছিল। অন্তত দুজন ফুটবলারের সঙ্গে এটিকে মোহন বাগানের জল্পনা তৈরি হয়েছে। সোমবার রাতে প্রাপ্ত খবর অনুযায়ী, চেন্নাইয়ান ফুটবল ক্লাবে নিশ্চিত হচ্ছেন ইরানের ডিফেন্ডার Vafa Hakhamaneshi।

   

ভাফা মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার। বয়স ৩১ বছর। পেশাদার ক্লাব কেরিয়ার দীর্ঘ। ইতিমধ্যে খেলেছেন বহু ক্লাবে। ইরানের অনূর্ধ্ব ২০ জাতীয় দলের সদস্যও ছিলেন তিনি।

ক্লাব কেরিয়ারে তিনি জিতেছেন ইরান প্রো লিগের খেতাব, ২০১৩-১৪ মরশুমে। ভাফার ক্লাব কেরিয়ার দীর্ঘ হলেও সফলতা অবশ্য খুব একটা নেই। কিছু গোল করেছেন ডিফেন্স করার পাশাপাশি।