তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) টুইটকে হাতিয়ার করল গেরুয়া শিবির। এবার আসরে নামলেন খোদ বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
রবিবার তিনি একটি টুইট করেন। লেখেন, ‘অভিষেকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলছেন দল এবং সরকার পরিচালনা করেন মমতাই, বাকি অন্য কেউ নয়। মমতার জন্যই নাকি তাঁরা সকলে ভোট পান। প্রশ্ন উঠছে তবে কি ভাইপোর ডানা ছাঁটছেন তৃণমূল নেত্রী?’
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘ডায়মন্ডহারবার মডেল’ প্রসঙ্গে সরব হয়েছিলেন কল্যাণ। তাঁর বিরুদ্ধে পালটা সরব হন তৃণমূলের কুণাল ঘোষ এবং সাংসদ অপরূপা পোদ্দার। প্রকাশ্যে আসে তৃণমূলের অন্দরের তরজা। যদিও ভোটের আবহে এই নিয়ে দল যাতে অস্বস্তিতে আরও না পড়ে সেজন্য উদ্যোগ নিয়েছে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা। কুণাল ঘোষের কড়া ‘চ্যাপ্টার ক্লোজড’ পোস্টের জন্য অনেকে ধরে নিয়েছিলেন যে এবার হয়তো দ্বন্দ্ব। কিন্তু তা যে থামেনি তা বলাই চলে। সোশ্যাল মিডিয়ায় ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ বলে শুরু হয়েছে প্রচার। এদিকে শুক্রবার রাতে এই পোস্ট শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ও। পোস্টের সঙ্গে জুড়েছেন বিশেষ বার্তাও। আকাশ লেখেন, ‘নিজেকে হাস্যস্পদ না করে আশেপাশে ঘটে চলা পরিবর্তন সম্মানের সঙ্গে মেনে নিন।’
যদিও এখানে সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা নেই। বিশিষ্ট মহলের ধারণা, এবার দলেও ‘খেলা’ শুরু হয়েছে।