Mossad: বাঘের ঘরে ঘোগের হানা, মোসাদ প্রধানের ফোন হ্যাক!

বিশ্বশ্রেষ্ঠ মোসাদ (Mossad) গুপ্তচর সংস্থার প্রধানের অতি গোপনীয় ফোন নম্বরে আড়ি পেতে বিভিন্ন তথ্যের সূত্র হাতিয়েছে ইরান সরকার। এ যেন বাঘের ঘরে ঘোগের হানা !…

Irani Hackers Break Into Phone of Mossad Head

বিশ্বশ্রেষ্ঠ মোসাদ (Mossad) গুপ্তচর সংস্থার প্রধানের অতি গোপনীয় ফোন নম্বরে আড়ি পেতে বিভিন্ন তথ্যের সূত্র হাতিয়েছে ইরান সরকার। এ যেন বাঘের ঘরে ঘোগের হানা !

ইজরায়েলর গুপ্তচর সংস্থা মোসাদ তার গোপন কাজের জন্য বিশ্ব প্রসিদ্ধ। তাদেরই প্রধান ডেভিড বার্নিয়ার বিশেষ ফোন হ্যাক করেছে ইরান। এমন মারাত্মক দাবি করেছেন মোসাদের প্রাক্তন পরিচালক ডেনি ইয়াটম।তিনি বলেন ইরান যদিও মোসাদ প্রধানের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি।

   

জেরুজালেম পোস্ট জানাচ্ছে, মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার মোবাইলটি সেকেলে। এই মোবাইল থেকে ইসরাইলের কোন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবে না। এই বিষয়ে নিশ্চিত মোসাদ।মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্ত্রী রনির কাছ থেকে মোবাইলটি খোয়া যায় বলে টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়।

ইজরায়েলের গুপ্তচর সংস্থাটি সব দিক খতিয়ে দেখছেন। কারণ সাবধানের মার নাই। তবে এই ফোন হ্যাকিংয়েপ বিষয়ে ইরান সরকার নীরব। অভিযোগের কোনও জবাব দেয়নি তেহরান।

Advertisements

ইজরায়েল দেশটির রাজনৈতিক আত্মপ্রকাশের পর দেশটির বিভিন্ন গুপ্তচর সংস্থাগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছিলেন প্রথম প্রেসিডেন্ট ডেভিড বেন গুইরেন। প্রধান গুপ্তচর সংস্থা হিসেবে মোসাদের কার্যকলাপ এরপর বিশ্বজুড়ে মাকড়সার জাল হয়ে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্য ভিত্তিক আরব ও ইজরায়েল দ্বন্দ্বে মোসাদ চরেরা বারবার ইজরায়েলকে জয় এনে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার অনুগত নাৎসি অফিসারদের বিরুদ্ধে ইহুদি গণহত্যার অভিযোগ এনে বিচার শুরু করে ইজরায়েল। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নাতসি অফিসারদের তুলে এনে মৃত্যুদণ্ড দেয় ইজরায়েল। এই কাজে মোসাদ নিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।

পরবর্তী সময়ে কূটনৈতিক ক্ষেত্রে মোসাদ আরও বড় জাল বিস্তার করে বিশ্বজুড়ে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News