Iran: পাক সীমান্তে ইরানি জেনারেলের উপর হামলা, চলল গুলির লড়াই

ইরানের (Iran) বিশেষ সেনা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের উপর হামলা হয়েছে। তার গাড়ি ঘিরে গুলি চালায় হামলাকারীরা। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে…

short-samachar

ইরানের (Iran) বিশেষ সেনা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের উপর হামলা হয়েছে। তার গাড়ি ঘিরে গুলি চালায় হামলাকারীরা। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে লাগোয়া ইরানি সীমাম্ত এলাকার ঘটনা।

   

এই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইরানইরান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির। তাঁর এক দেহরক্ষী নিহত।

আল জাজিরা ও ইরনা নিউজের খবর, হোসেইন আলমাসি ইরানি সিস্তান-বালোচিস্তান প্রদেশের আইআরজিসি কমান্ডার। এই প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী।

বিবিসির খবর, ইরানি কমান্ডার হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল বন্দুকধারীরা। তারা কোনও জঙ্গি গোষ্ঠি নাকি সরকার বিরোধী সংগঠনের তা নিশ্চিত করা যায়নি।

আলজাজিরা জানাচ্ছে, শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সীমান্তবর্তী চৌকিতে হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর ইরানি রক্ষীদের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। হামলায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।