INR-USD: উল্কার গতিতে সর্বকালীন নিম্নস্তরে টাকা, আরও কমবে আসছে ইঙ্গিত

হু হু করে পড়ে গেল ভারতীয় টাকার দাম, এক ডলার সমান কত?

পতন চলছেই। উৎসবের মাসে বিপুল পতন ধারাবাহিকতায় সর্বনিম্ন ভারতীয় টাকার দাম। স্বাধীনতার পর এই প্রথম মোদী সরকার (Modi Government) তথা বিজেপি (BJP) নেতৃত্ব এনডিএ আমলে দিনের পর দিন পতনের নজির তৈরি করছে ভারতীয় মুদ্রা (INR-USD)।

Advertisements

এবার ১ আমেকিকান ডলারের দাম ভারতীয় ৮২ টাকা। শুক্রবার সকালে বাজার খুলতেই ৩৩ পয়সা পড়ে যায় টাকার দাম। ০.৪১ শতাংশ পতনের ফলে ডলারের সাপেক্ষে টাকার নতুন দাম হয়েছে ৮২ টাকা ৩৩ পয়সা। এই প্রথম এত কম দাম ভারতীয় মুদ্রার। অর্থনীতির বিশ্লেষকরা বলছেন আরও পতন নজির দেখা যাবে।

   

INR-USD: উল্কার গতিতে সর্বকালীন নিম্নস্তরে টাকা, আরও কমবে আসছে ইঙ্গিত

হু হু করে পড়ে গেল ভারতীয় টাকার দাম, এক ডলার সমান কত?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এই দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সা। ২০১৯-এ ডলারে প্রতি ভারতীয় মুদ্রার দাম ছাড়ায় ৭০ টাকার ঘর। এবার ৮০ পেরিয়ে উল্কা গতিতে আরও নিম্নগতি হচ্ছে টাকার।

অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দা ও বিদেশি বিনিয়োগের অভাব এই সব কারণের জন্য ভারতীয় টাকার রেকর্ড পতন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরই টাকার দাম প্রায় ১০.৬ শতাংশ কমেছে। গত আট বছরে টাকার দামে পতনের হার ২৫ শতাংশের বেশি। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements