Tuesday, October 14, 2025
HomeUncategorizedIndonesia: জাকার্তায় তেল স্টোরেজ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৬

Indonesia: জাকার্তায় তেল স্টোরেজ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৬

ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী জাকার্তায় (Jakarta) একটি শার্প স্টোরেজ সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফুয়েল স্টোরেজ ডিপোটি একটি সরকারি কোম্পানির।

- Advertisement -

উত্তর জাকার্তার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেরটামিনার তেল ডিপোতে বিশাল অগ্নিকাণ্ডের পর আশপাশের লোকজন আতঙ্কে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। প্রশাসন আশেপাশের আবাসিক এলাকা খালি করেছে। উত্তর জাকার্তার দমকল বিভাগ জানিয়েছে, আগুনে দুই শিশুসহ ১৬ জন নিহত হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রধান সংবাদমাধ্যমকে জানান, আগুনে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৮টায় আগুনের সূত্রপাত হয়। বর্তমানে আগুন লাগার কারণ স্পষ্ট নয়।

- Advertisement -

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান দুদুং আবদুরচামান সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার কয়েক ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি বলেন, আগুন নেভানো হয়েছে। সেনাপ্রধান বলেন, তারা এর কারণ খতিয়ে দেখছেন। একই সঙ্গে পেরটামিনা কোম্পানি এক বিবৃতিতে বলেছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং শ্রমিক ও আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। কোম্পানির প্রধান নির্বাহী বলেছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এটি একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ