ড্রোনের মাধ্যমে পার্সেল ডেলিভারি করবে ভারতীয় ডাক বিভাগ

এবার আরও সহজ হবে ডাক বিভাগের পরিষেবা। জানা গিয়েছে, মিশন কর্মযোগীর আওতায় ভারতীয় ডাক বিভাগের প্রায় ৪ লক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হতে চলেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকে মিশন কর্মযোগী শুরু হওয়ার কথা। ডাক বিভাগের কর্মীদের কাজের ক্ষেত্রে জনবান্ধব করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। সাধারণ মানুষের সাথে কীভাবে ভাল আচরণ করা হয় এবং দেরি ছাড়াই তাদের কাজ পরিচালনা করা হয় সে সম্পর্কে মিশনের অধীনে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবু সিং চৌহান।

   

তিনি বলেন, ‘ডাক বিভাগে ইতিমধ্যে অনেক বড় ধরনের সংস্কার করা হচ্ছে। ভারতীয় রেলের সহযোগিতায় যৌথ পার্সেল ডেলিভারি পরিষেবা চালু করেছে এই দফতর। এর আওতায়, উভয় সরকারী বিভাগ একসঙ্গে মানুষকে তাদের দোরগোড়ায় পণ্য সরবরাহ করছে। এ ছাড়া গুজরাতের কচ্ছের মতো এলাকায় ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।’

দু’দিনের সফরে মণিপুরের ইম্ফল ও চান্দেল জেলায় রয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ডাক বিভাগ অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান, যারা নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে। ডাককর্মী এবং আড়াই লক্ষ গ্রামীণ ডাক সেবক এই বিভাগের সামনের দিকের কর্মী এবং তারা তাদের দোরগোড়ায় প্রতিটি নাগরিককে পরিষেবা প্রদান করছেন। এই ক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মিশন কর্মযোগী ২৮ শে জুন চালু করা হচ্ছে, যার অধীনে ০.৪ লক্ষ ডাক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন