Saturday, December 6, 2025
HomeUncategorizedUkraine War: ইউক্রেনে যুদ্ধ শুরু, ভারতীয়দের জন্য ঘোষণা নয়াদিল্লির

Ukraine War: ইউক্রেনে যুদ্ধ শুরু, ভারতীয়দের জন্য ঘোষণা নয়াদিল্লির

- Advertisement -

যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইসরি জারি করেছে নয়াদিল্লি। ইউক্রেনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয়দের শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এ পাশাপাশি কিয়েভে যাঁরা গিয়েছেন তাঁদের অস্থায়ীভাবে তাদের নিজেদের শহরে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বাসিন্দারা অন্যত্র যেতে শুরু করেছে। রাস্তায় তৈরি হয়েছে যানজট। মেট্রো স্টেশনেও থিকথিক করছে ভিড়। প্রিয়জনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে মানুষ। অনেকে আবার প্রিয়জনদের সঙ্গে শেষ দেখা সেরে নিচ্ছেন। দেশের উপর চলছে মিসাইল হামলা। এই পরিস্থিতি যতই নাগরিকদের উপর বিপদ নেমে না আসার কথা বলা হোক, ঠিক নেই কিছুই। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেন। রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভের কাছ ভয়ানক এক বিস্ফোরণের খবর মিলেছে। বিস্ফোরণ হয়েছে ইউক্রেনের বন্দর মারিওপোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেনে জারি হয়েছে সামরিক শাসন।

   

রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযান শুরু করার পরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। বিমানবন্দরগুলি নাগরিকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে যাতে ব্যবহার করা যায়, তার জন্য খালি করা হয়েছে কিয়েভ বিমানবন্দর। ওডেসায় নেমেছে রাশিয়ান সেনা। রাষ্ট্রসংঘকে ইউক্রেন অনুরোধ করেছিল যুদ্ধ থেকে বিরত থাকতে যেন রাশিয়ার সঙ্গে কথা বলা হয়। কিন্তু রাশিয়ার তরফে যুদ্ধ ঘোষণা করা হয়। ইউক্রেনের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়। কিয়েভ এবং বেলগোর্ড অঞ্চল থেকে মিলেছে বিস্ফোরণের খবর।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular