HomeSports Newsভারতকে ছাড়াই কোন বিশ্বকাপ আয়োজনের কথা বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড ?

ভারতকে ছাড়াই কোন বিশ্বকাপ আয়োজনের কথা বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড ?

- Advertisement -

২০২৪ সালের ব্লাইন্ড টি২০ ক্রিকেট বিশ্বকাপ (Blind Cricket World Cup) পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হতে চলেছে, তবে ভারতের দলের অংশগ্রহণ নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট দল (Indian Blind cricket team) ভারতের সরকারের (Indian Government) কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানে সফরের জন্য ছাড়পত্র পায়নি। গতকাল জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, ভারতীয় দলের জন্য ক্রীড়া মন্ত্রক থেকে “নো অবজেকশন সার্টিফিকেট” (NOC) পাওয়া গেলেও, শেষ সিদ্ধান্ত এখনও মন্ত্রিপরিষদ থেকে আসতে বাকি।

India vs Malaysia : ফ্রিতে ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচ কোথায়, কখন দেখবেন জানুন

   

পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (PBCC) এক বিবৃতিতে জানিয়েছে যে, ভারতীয় দল না আসলেও বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং তার জন্য পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। পিবিসিসি চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ বলেন, “আমরা ভারতীয় দলের জন্য ভিসা ইস্যু করেছি, তবে ভারতীয় সরকার তাদের ভ্রমণের অনুমতি দেয়নি। অন্যান্য সব দল পাকিস্তানে আসছে, আর যদি এক দল না আসে, তাতে আমাদের প্রস্তুতি ব্যাহত হবে না।”

PV Sindhu : পিভি সিন্ধু ও লক্ষ্য সেন জুটি কোন টুর্নামেন্টে নামছেন?

ভারতীয় দলের পক্ষ থেকে শৈলেন্দ্র যাদব, যারা ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জানিয়েছেন যে, ভারতীয় সরকার থেকে আরো কিছু সময়ের জন্য অনুমতির অপেক্ষায় আছেন। তিনি বলেন, “১৫ দিন ধরে আমরা সরকারের কাছ থেকে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ চাইছি, কিন্তু এখনো কোনো স্পষ্ট উত্তর পাইনি। ২০১৪ সালে ভারতীয় দল পাকিস্তানে সফর করেছিল, তবে পরবর্তী সময়ে সরকার নানা কারণে অনুমতি দেয়নি।”

অর্শদীপকে দলে নিতে কোন কোন ফ্র্যাঞ্চাইজি টাকার ঝুলি নিয়ে বসবে?

ভারতীয় দল ২০১২, ২০১৭ এবং ২০২২ সালে তিনটি বিশ্বকাপ শিরোপা জিতেছে এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত ২০২২ সালে ভারতের দল বাংলাদেশকে ১২০ রানে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে। ভারতের দল তৎকালীন প্রতিযোগিতায় নিজেদের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রমাণ করেছে।

এদিকে, পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল তাদের প্রস্তুতিতে পিছিয়ে পড়তে রাজি নয়। সৈয়দ সুলতান শাহ আরো বলেন, “ভারতীয় দল যদি অংশগ্রহণ না করে, তাতে আমাদের পরিকল্পনায় কোনো ব্যাঘাত হবে না। আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত আছি।”

KKR : ছেড়ে দেওয়া কোন বিদেশির ক্রিকেটাদের দলে টানবে কেকেআর ?

ভারতীয় দল পাকিস্তানে সফর করলেই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে ব্লাইন্ড ক্রিকেটে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে, যা কিনা দুই দেশের ক্রিকেট ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। তবে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সবকিছু নির্ভর করবে তাদের অনুমতির উপর।

এখন অপেক্ষা শুধু সরকারের সিদ্ধান্তের উপর, যদি অনুমতি আসে তবে ভারতের দল পাকিস্তানে বিশ্বকাপে অংশগ্রহণ করবে, আর যদি না আসে, তবে পাকিস্তান তাদের ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা চালিয়ে যাবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular