বদলে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়ম! গুয়াহাটিতে ইতিহাস গড়তে চলেছে শুভমনরা

india-vs-south-africa-test-cricket-match-schedule-change-tea-break-before-lunch

ভারতীয় ক্রিকেটের (Cricket) ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামী ২২ নভেম্বর। প্রথমবারের মতো গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বসছে টেস্ট ম্যাচের আসর। আর এই ম্যাচকে ঘিরেই দেখা যাবে এক অভিনব নিয়ম। চা-পানের বিরতি হবে মধ্যাহ্নভোজের আগেই।

সাধারণত ভারতের মাটিতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। দুই ঘণ্টা খেলার পর বেলা সাড়ে ১১টা নাগাদ মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। এরপর দ্বিতীয় সেশনের খেলা শেষে বিকেল ২টা নাগাদ চা-বিরতি হয়। কিন্তু গুয়াহাটির প্রথম টেস্টে এই রীতি ভাঙছে।

   

কেন বদলে গেল সময়সূচি?

অসম ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত। ফলে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই আগে ঘটে। নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে গুয়াহাটিতে সন্ধ্যা নামে আরও তাড়াতাড়ি। এই কারণেই দিনের আলো যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই বোর্ড সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে।

নতুন সূচি কেমন?

নতুন সূচি অনুযায়ী, সকাল ৮:৩০টায় টস অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় খেলা শুরু।

প্রথম সেশন চলবে ৯টা থেকে ১১টা পর্যন্ত।

এরপর ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চা-পানের বিরতি।

দ্বিতীয় সেশন চলবে ১১টা ২০ থেকে ১টা ২০ পর্যন্ত।

তারপর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি।

দিনের শেষ সেশন হবে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “গুয়াহাটিতে সূর্যাস্ত হয় তুলনামূলক আগে। তাই আমরা সময় এগিয়ে এনেছি, যাতে খেলা যতটা সম্ভব দিনের আলোয় শেষ করা যায়। এজন্যই আগে চা-বিরতি এবং পরে লাঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভারত ও দক্ষিণ আফ্রিকার এই টেস্ট হবে দুই ম্যাচের সিরিজের। সিরিজের প্রথমটি হবে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শহরে ইতিমধ্যেই স্টেডিয়ামের নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতি তদারকিতে নেমেছে আসম ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এর আগে রঞ্জি ট্রফিতে সূর্যের অবস্থানের কারণে এমন সময়সূচি বদলানোর নজির রয়েছে। তবে টেস্ট ক্রিকেটে এই প্রথমবার কোনও ম্যাচে মধ্যাহ্নভোজের আগে চা-বিরতির নজির তৈরি হচ্ছে।

গুয়াহাটির এই টেস্ট শুধু নতুন সময়সূচির জন্য নয়, বরং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। সেখানে প্রথমবার টেস্টের মঞ্চে উঠবেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহরা, আর দর্শকরা সাক্ষী থাকবেন এক ‘আজব’, অথচ ঐতিহাসিক ক্রিকেট কাহিনির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন