থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হার, তবুও আশার আলো দেখছেন নওশাদ মুসা?

Naushad Moosa to Shape NorthEast United FC’s Future with Youth Development Focus
Naushad Moosa to Shape NorthEast United FC’s Future with Youth Development Focus

গতকাল থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (India U23 vs Thailand)। গত ইন্দোনেশিয়া ম্যাচের পর এই ম্যাচে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল সকলের। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। শেষ পর্যন্ত চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় প্রতিপক্ষ ফুটবল দল। সিরাফপ ওয়ান্ডি থেকে শুরু করে মানিকর্ন এবং থানাকৃত চোটমুয়াংপাকেদের দাপটে কার্যত দিশেহারা হয়ে যায় তরুণ ফুটবলাররা। ভারতীয় দলের এমন পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছে সকলকে।

Read More: থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হার, তবুও আশার আলো দেখছেন নওশাদ মুসা?

   

এই ধাক্কা কাটিয়ে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্য নওশাদ মুসার। তাই এই ম্যাচের পরে ও দলের ফুটবলারদের নিয়ে আশার আলো দেখছেন ভারতীয় দলের কোচ। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ আমি এমন খেলোয়াড়দের একটি পুল তৈরি করার চেষ্টা করছি যারা দেশের প্রতিনিধিত্ব করবে। আমি একটি শক্তিশালী দল তৈরি করছি, তাই আমার সেই ধৈর্য থাকা দরকার। আশাকরি সময় পেলে এই ফুটবলাররা নিজেদের প্রমাণ করবে।’

Read More:  সহজ জয় হাতছাড়া হতেই দলকে কঠোর শাস্তি ‘গুরু’ গম্ভীরের!

আসলে এবারের এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করে ও পরের রাউন্ডে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সেই হতাশা কাটিয়ে উঠে খেলোয়াড়দের মনোবল বাড়ানোই এখন অন্যতম লক্ষ্য মুসার। পাশাপাশি এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য নিজেদের দলকে ভালো করে পরোখ করে নিতে চান কোচ। সেজন্য, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের কিছু দিনের ব্যবধানে একের পর এক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়ে ছিলেন তিনি। যেখানে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ থাকবে সকলের কাছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন