বারাণসী: বিশ্বমঞ্চে ফের মুখোমুখি ভারত ও আমেরিকা৷ তবে এবার বাণিজ্য ও অর্থনীতির প্রশ্নে। সম্প্রতি ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে শুক্রবার বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা ঘোষণা, “ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে৷ সেই পথে এগিয়ে চলেছে আত্মবিশ্বাসের সঙ্গে (india third largest economy modi slams trump)।”
বিশ্ব অস্থির, ভারত নিজের স্বার্থে দৃঢ়: মোদী
বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতা, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি এবং বাণিজ্য-সংকোচনের আবহে প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্বে এক অস্থিরতা বিরাজ করছে। প্রতিটি দেশ নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। এই অবস্থায় ভারতের স্বার্থে আমাদের আরও সতর্ক ও সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “যাঁরা সত্যিই দেশের কল্যাণ চান, তাঁরা রাজনীতি ভুলে একত্রে ভারতের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে শামিল হোন।”
‘স্বদেশি’-ই ভবিষ্যৎ, ‘ভোকাল ফর লোকাল’-এ জোর
ভারতের অর্থনীতিকে ভিতর থেকে মজবুত করতে প্রধানমন্ত্রী ফের জোর দিলেন ‘স্বদেশি’ নীতিতে। “আমরা ঠিক করেছি, শুধু ভারতীয়দের তৈরি জিনিসই কিনব।তিনি বলেন, এখন সময় ‘ভোকাল ফর লোকাল’-এর৷”
ট্রাম্পের আক্রমণ: “ভারত-রাশিয়া, দু’টি মৃত অর্থনীতি”
কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, “ভারত আর রাশিয়া— দু’টোই মৃত অর্থনীতি। ওরা চাইলে একসঙ্গে ডুবুক, তাতে আমার কিছু যায় আসে না।” একইসঙ্গে তাঁর প্রশাসন ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপায়, যা কার্যত বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুদ্ররূপ: পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর
বারাণসীর মঞ্চ থেকে পাকিস্তানকেও নাম না করে কড়া বার্তা দেন মোদী। বলেন, “যেখানে অন্যায় আর সন্ত্রাস, সেখানেই মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। অপারেশন সিঁদুর-এর সময় দেশ দেখেছে সেই রূপ। কেউ ভারতের সঙ্গে শত্রুতা করলে, তারা পাতাল লোকেও লুকিয়ে থাকলে রেহাই পাবে না।”