HomeSports Newsপ্রকাশ্যে এল অন্তর্দ্বন্দ্ব! রোহিতের সাথে বিবাদে জড়ালেন গম্ভীর

প্রকাশ্যে এল অন্তর্দ্বন্দ্ব! রোহিতের সাথে বিবাদে জড়ালেন গম্ভীর

- Advertisement -

ক্রিকেট দলে অধিনায়ক ও কোচের মধ্যে মতানৈক্য নতুন কিছু নয়। এক সময় সৌরভ গাঙ্গুলি-গ্রেগ চ্যাপেল এবং বিরাট কোহলি-অনিল কুম্বলের মধ্যেও এমন ঘটনা দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রোহিত শর্মা ও ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের নাম।

গতকাল প্রথম সারির কিছু ভারতীয় মিডিয়া রিপোর্টে দাবি করেছে যে, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে। সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, গম্ভীরের নেওয়া সিদ্ধান্তগুলো রোহিতের পছন্দ হচ্ছে না। এমনকি দুজনের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাকবিতণ্ডাও হয়েছে বলে জানা গেছে। এতে দলের ভেতর বিভাজন সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু সিনিয়র খেলোয়াড় রোহিতের পাশে দাঁড়িয়েছেন (Rohit Sharma Gautam Gambhir Rift)।

   

চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শুরু থেকেই জন্ম নিয়েছে এই নতুন বিতর্ক। শোনা যাচ্ছে শুধুমাত্র দলের স্ট্যাটিকটিক্স পরিবর্তন করতে নয়, প্রথম একাদশ নির্বাচনেও দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন গম্ভীর। এ বিষয়ে অধিনায়কের কথার কোনোরকম গুরুত্ব দেননি তিনি। আর এতেই চটেছেন রোহিত। এমনকি ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সময়ও হস্তক্ষেপ করেছেন গম্ভীর। যে বিষয়েই শেষপর্যন্ত বিতর্কের জল অনেকদূর গড়িয়ে গিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, গম্ভীর কোচ হওয়ার পর দলের অভ্যন্তরে রোহিতের ক্ষমতা কমে গেছে। কোচের নীতির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। গম্ভীর তার সিদ্ধান্তে অনড় থেকে দলের সবার থেকে সমর্থন আশা করছেন। তবে রোহিত চান দলের পরিচালনায় নিজের মতামত রাখতে। সম্প্রতি ভারত শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও পিছিয়ে রয়েছে। দলের পারফরম্যান্স নিয়ে কোচ এবং অধিনায়কের মধ্যে মতপার্থক্য আরো বেড়েছে।

সাফ কাপকে সঙ্গী করে বিছানায় লাল-হলুদের এই মহিলা ফুটবলার

বিশেষ করে, সিনিয়র খেলোয়াড়দের দুর্বল পারফরম্যান্সে গম্ভীর সন্তুষ্ট নন। রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুজনেই গম্ভীরের কোচিংয়ের পর থেকে ছন্দহীন রয়েছেন। দলের মধ্যে গুজব রয়েছে যে কয়েকজন খেলোয়াড় রোহিতকে সমর্থন করছেন, আবার কেউ গম্ভীরকে সমর্থন দিচ্ছেন। কিছু খেলোয়াড় ব্যক্তিগত পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে।

শাকিবকে নিয়ে কীসের ইঙ্গিত দিলেন বাংলদেশের বোর্ড সভাপতি

প্রসঙ্গত উল্লেখ্য যে কোচের সাথে অধিনায়কের মতানৈক্যের ফলে কোচের স্থায়িত্ব বেশিদিনের হয়নি। সৌরভ জমানায় গ্রেগ চ্যাপেলকে সরতে হয়েছিল মতাদর্শের বিরোধ সংক্রান্ত কারণের জন্যই। এছাড়াও দলের বাকি খেলোয়াড়রা সেসময় অধিনায়ককে সমর্থন করেছিলেন। বিরাট কোহলি জমানায় একই রকম ঘটনা ঘটার কারণে সরে দাঁড়াতে হয় অনিল কুম্বলেকে। এবার গৌতম গম্ভীররের ভাগ্যে কি লেখা আছে সে আপাতত সময়ই বলবে (Rohit Sharma Gautam Gambhir Rift)।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular