আন্দামানে আসছে ঘূর্ণিঝড়! কালীপুজোয় বৃষ্টি? বাংলায় কতটা প্রভাব?

IMD Cyclone Warning Andaman

কলকাতা: আজ রাজ্যজুড়ে চলছে শক্তির দেবীর আবাহন। সকাল থেকেই ভক্তরা পুজোর কাজে ব্যস্ত। আবহাওয়াও মনোরম৷ সকাল থেকেই ঝলমল করছে আকাশ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আকাশ পরিষ্কার থাকলেও, কিছু জায়গায় মেঘের আনাগোনা রয়েছে৷ তবে হাওয়া অফিস বলছেচিন্তার কিছু নেই৷ কালীপুজোর আনন্দ কোনও ভাবেই মাটি হবে না৷ 

Advertisements

উত্তরবঙ্গেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা কম। ফলে ভক্তরা উৎসবের আনন্দ নিরবিঘ্নে উপভোগ করতে পারবেন।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় সতর্কতা

ভারতের আবহাওয়া দফতর (IMD) সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এটি ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকায় দ্বীপপুঞ্জে বিশেষ সতর্কতা রাখা হয়েছে।

ঘূর্ণাবর্তের কারণে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জের এক বা দুটি এলাকায় ৭–১১ সেমি বৃষ্টি হতে পারে। ২১–২৩ অক্টোবর ঝড়ো হাওয়া (৪০–৫০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৪–২৫ অক্টোবরও কিছু অংশে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে।

Advertisements

সমুদ্রসীমায় সতর্কতা IMD Cyclone Warning Andaman

পরবর্তী পাঁচ দিন সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই জেলেদের ২৪ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর ও উপকূলবর্তী সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নৌকা মালিক, পর্যটক ও দ্বীপবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নৌকা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভাইফোঁটায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তা কালীপুজোর আনন্দে জল ঢালতে পারবে না৷ দক্ষিণবঙ্গে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই৷ আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম৷ 

সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে।