গোটা বিশ্ব সবেমাত্র ওমিক্রনের সঙ্গে পরিচিত হয়েছে। করোনা ভাইরাসের এই নয়া রূপের দাপটে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, নাজেহাল গোটা বিশ্ব। এই সময়েই ফ্রান্সের বিজ্ঞানীরা করোনার আরও একটি প্রজাতির কথা সামনে আনলেন।
নতুন এই প্রজাতির নাম আইএইচইউ, বি.১.৬৪০.২ ভেরিয়েন্ট যা প্রথম আবিষ্কার করেন মেডিটেরানি ইনফেকশন ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরা জানিয়েছেন, আইএইচইউ-তে ৪৬ টি মিউটেশন রয়েছে যা ওমিক্রনের থেকেও বেশী। বিশেষজ্ঞদের মতে, আইএইচইউ-এর দ্রুত হারে ছড়িয়ে পড়ার শক্তি রয়েছে। এমনকি ওমিক্রনের থেকেও অধিক সংক্রামক এই প্রজাতি।
ফ্রান্সে ইতিমধ্যেই ১২ জন এই প্রজাতি দ্বারা আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের একটি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৬২.৪ শতাংশ করোনা পরীক্ষায় ওমিক্রনের সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।