লোকসভা নির্বাচন থেকে বঙ্গে উত্থান বিজেপির। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে কার্যত ধুলিসাৎ হয়ে গেছে বামেরা। কিন্তু উপনির্বাচন ও রাজ্যের পুর নির্বাচনে কামব্যাক হয়েছে তাঁদের। বিজেপিকে পিছনে ফেলে তৃণমূলের মূল প্রতিপক্ষ হয়ে উঠছে বাম শিবির। শুক্রবার রাজ্য দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
সূত্রের খবর, বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব ঘুন ধরালেও সেবিষয়ে দলীয় নেতৃত্বকে সাবধান অবধি করলেন না। বরং দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে শুনলেন রাজ্য রাজনীতির হাল হকিকত৷ জানতে চাইলেন বামেদের অবস্থান। পঞ্চায়েত নির্বাচনে তাঁরা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? সেবিষয়েও আলোচনা হয়।
শনিবার পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে নবান্নে বৈঠক রয়েছে অমিত শাহের৷ সেকারণেই শুক্রবার কলকাতায় উপস্থিত হন অমিত শাহ। বিমানবন্দরে নেমে সোজা চকে যান রাজ্য বিজেপির সদর দফতরে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুনীল বনসল, অমিত মালবীয় সহ অন্যান্য নেতৃত্বরা। তাঁদের সঙ্গেই রাজ্য রাজনীতি সম্পর্কে জানতে চান।
সূত্রের খবর, বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক পালাবদলের পিছনে অমিত শাহের অবদান গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ তাই বারবার বাংলায় এসে একেবারে নীচুস্তরের নেতাদের খবর নেওয়ার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের কথাও বিশেষ গুরুত্ব দিয়ে শোনেন তিনি। এবারেও সেটাই করলেন। আগামী দিনে কী করতে হবে? সেই বার্তা দেবেন তিনি৷