Pakistan: ‘রাত আটটায় বাজার বন্ধ থাকলে কম সন্তান হবে’, বলছেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Pakistan Defence Minister Khawaja Asif

রাত আটটায় বাজারগুলো বন্ধ হয়ে গেলে কম সন্তান জন্ম নেবে বলে কি ধারণা করা যায়? আপনি বলবেন না, কিন্তু পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মতামত এর বিপরীত। তার একটি অদ্ভুত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে তিনি বলছেন, ‘যেখানে বাজার আটটায় বন্ধ হয়ে যায়, সেখানে সন্তান কম হয়’।

তার এই ক্ষোভের কথা মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। খাজা আসিফ কী বলতে চেয়েছিলেন? আর তার উদ্দেশ্য কী ছিল?, তা কেবল তারই জানা, তবে তিনি যা বলেছেন তা হল ‘পাকিস্তানে যেখানে রাত আটটায় বাজার বন্ধ হয়ে যায়, সেখানে শিশুর সংখ্যা কম।

   

প্রকৃতপক্ষে, পাকিস্তান প্রচণ্ড অর্থনৈতিক ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন। এটা মোকাবেলায় শাহবাজ শরীফ সরকার বেশ কিছু পন্থা অবলম্বন করছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাজার ও দোকান তাড়াতাড়ি বন্ধ করার পদক্ষেপ। দেশের অনেক জায়গায় বাজার, বিয়ে হল, মল ইত্যাদি রাতেই বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে বিদ্যুৎ খরচ কম হয়। সংবাদ সম্মেলনে পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফকে এ নিয়ে প্রশ্ন করা হয়। এ কারণেই তিনি এই অদ্ভুত কথা বলেছেন।

রাত ৮.৩০ টায় মার্কেট এবং রাত ১০ টায় বিয়ের হল বন্ধ, কোটি কোটি টাকা সাশ্রয় হবে
বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনার আওতায় মঙ্গলবার বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর মধ্যে বাজার ও বিবাহ হল তাড়াতাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের ওপর নির্ভরতা কমাতে জাতীয় জ্বালানি সংরক্ষণ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমকে বলেন, এখন বাজারগুলো রাত সাড়ে ৮টায়, বিয়ের হলগুলো বন্ধ হবে রাত ১০টায়। এতে দেশের ৬০ কোটি টাকা সাশ্রয় হবে। আগামী মাস থেকে বাল্ব উৎপাদন বন্ধ হয়ে যাবে। একইভাবে, জুলাই থেকে উচ্চ বিদ্যুত খরচের ফ্যান উৎপাদন বন্ধ করা হবে। এসব পদক্ষেপে সাশ্রয় হবে ২২ বিলিয়ন টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন