এও যেন এক তালিবানি শাসন। তবে তালিবান জঙ্গিরাও এমন করেনি যা করা হয়েছে ইরানে (Iran)। ছাত্রীদের লেখাপড়া বন্ধ করতে দেহে প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ।
বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, গত বছরের নভেম্বর মাসে কওম শহরে ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা প্রকাশ্যে আসে। অনেককে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ঘটনার ব্যাখ্যা চান। ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি জানান তদন্ত হবে। তদন্ত উঠে এসেছে যে পড়াশোনা বন্ধ করার জন্য মেয়েদের ইচ্ছাকৃত বিষ দেওয়া হচ্ছে।
এমনিতেই ইরানে হিজাব বিরোধী আন্দোলন চলছে। শতাধিক নিহত। মহিলারা হিজাবের বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন।