Lifestyle: সহজ উপায়ে বাড়িতেই চুল হাইলাইট করুন

How To Highlight Your Hair at Home

চুল (Hair) হাইলাইট করতে ভালবাসেন? কিন্তু ক’দিনই বা গাঁটের খড়ি খরচ করে পার্লার যাওয়া যায়?পার্লারে ব্যবহৃত রাসায়নিক চুলের ক্ষতিও করে। তার চেয়ে বরং সহজ কিছু উপায় জেনে নিলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট।

কন্ডিশনার আর দারুচিনি: এই দুইয়ের মিক্সড ডাবলসে চুলে হবে দেখার মতো হাইলাইটস! কয়েকটা দারুচিনি মিক্সারে গুঁড়িয়ে নিন। তার পর কন্ডিশনারের সঙ্গে মেশান। এ বার কোনও ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্তর্য ভাল করে লাগিয়ে নিন এই প্যাক। তার পর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে চুলে খোঁপা করে রাখুন। শাওয়ার ক্যাপে মাথা ঢেকে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু করে ফেললেই চুলে ধরবে মনের মতো রং!

   

ভিনিগার ও মধুর মিশ্রণ: এই উপায় অবলম্বন করতে হলে আগে থেকে বানিয়ে রাখুন প্যাক। দরকার কিছু ঘরোয়া জিনিস, যা সহজেই কিনে আনা যায়। ১ কাপ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ এলাচ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন ২ কাপ ভিনিগার। মিশ্রণটি ঘন করে বানান। এ বার আলাদা করে বেছে নিন কোন কোন চুলগুলিকে হাইলাইট করতে চাইছেন। সেখানে এই প্যাক লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ ঢেকে রাখুন চুলে। ঘুমোনোর আগে এটা লাগিয়ে শুয়ে পড়ুন, আর সকালে উঠে শ্যাম্পুকরে নিন। সুন্দর হাইলাইটে ভরে উঠবে চুল। এই মিশ্রণ এতই শক্তিশালী যে, ব্যবহার করলে রোদে বসে চুল শুকোনোরও প্রয়োজন নেই।

চায়ের লিকার: ঘরোয়া উপায়ে চুলকে কন্ডিশনিং করতে চায়ের লিকারের চেয়ে ভাল সমাধান আর নেই। কিন্তু জানেন কি, চুলকে হাইলাইট করার ক্ষমতাও রয়েছে এর। তবে যে কোনও রকম চা নয়, এটি করতে ক্যামোমাইল টি ব্যাগ কিনে আনুন। টি ব্যাগ রাখুন গরম জলে, তা রং ছাড়তে শুরু করলে, ভাল করে গুলে নিন গরম জলের সঙ্গে। এবার সেই জল দিয়ে চুল ধুয়ে রোদে বসুন কিছু ক্ষণ। বার তিনেক এমন করুন। হালকা লালচে আভার হাইলাইট পেয়ে যাবেন সহজেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন