High Court: বিজেপি-কংগ্রেস নিয়ে জোড়া মামলার শুনানি

সোমবার আসন্ন কাঁথি পুরসভা নির্বাচনে সমস্ত বিজেপি প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। Advertisements এদিন মামলা দায়ের হয় বিচারপতি রাজশেখর মান্থার…

সোমবার আসন্ন কাঁথি পুরসভা নির্বাচনে সমস্ত বিজেপি প্রার্থীকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

Advertisements

এদিন মামলা দায়ের হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। এ বিষয়ে মামলাকারীর আইনজীবী শ্রীজিব চক্রবর্তীর বক্তব্য, নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত ২১ জন প্রার্থীকে নিরাপত্তা দেওয়া হোক।
দুপুর ২টোয় পরবর্তী শুনানি।

   

 

এর পাশাপাশি জাতীয় কংগ্রেসের প্রার্থীকে আসন্ন পুর নির্বাচনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মহেশতলার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাহিদা খাতুন বাধার সম্মুখীন হয়েছেন। দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে। বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে।

উল্লেখ্য, সোমবার কাঁথি (Contai) পুরসভার ২১জন প্রার্থী নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) দ্বারস্থ। অন্যদিকে ভাটপাড়ার (Bhatpara) বিজেপির ৩ জন প্রার্থী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে মামলা করার অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৬ বছর পর অধিকারী পরিবারের কোনো প্রতিনিধি আর থাকছেন না পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায়। কাঁথি পুরসভার যে প্রার্থিতালিকা এ বার বিজেপি ঘোষণা করেছে তাতে নেই অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম। তৃণমূলে থাকাকালীন ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু।