সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা নাকি নিয়োগ করেছিল জ্যোতিষী। সম্প্রতি এই খবরে আলোড়ন পড়েছে ময়দানে। যদিও ভারতীয় ফুটবলে পুজোপাঠ, জ্যোতিষী, তান্ত্রিক ইত্যাদি নতুন কিছু নয়। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও (Mohun Bagan) এক সময় বিশ্বাস করেছিল মন্ত্র-বলে।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে এশিয়ান কাপের আগে প্রেরণা যোগাতে এক পরামর্শদাতা নিয়োগ করা হয়েছে। পরে, এটি প্রকাশ্যে আসে যে সংস্থাটি নিযুক্ত করা হয়েছে, সেটি একটি জ্যোতিষ সংস্থা। সহজভাবে বলতে গেলে, দলকে অনুপ্রাণিত করার জন্য একজন জ্যোতিষী নিয়োগ করা হয়েছে। তাও ১৬ লক্ষ টাকার বিশাল অর্থের বিনিময়ে।
এখনকার পেশাদার ফুটবলে এই ঘটনা বিস্ময়কর শোনালেও এক সময় কলকাতা ময়দানে এটা ছিল সাধারণ বিষয়। শোনা যায়, মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই ক্লাবেই তান্ত্রিক বা জ্যোতিষী নিয়োগ করা হয়েছিল।
বাগান সম্পর্কে একটি মজার ঘটনা রয়েছে। ওডাফা ওকেলি তখন স্পোর্টিং ক্লুব দি গোয়ার ফুটবলার। বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন। তাঁকে রোখার জন্য বাগান নাকি একজন তান্ত্রিককে নিয়োগ করেছিল।
তখন ২০১৪-১৫ মরশুম। বারাসতের বহু ম্যাচে সেই তান্ত্রিক গিয়েছিলেন বলে মনে করা হয়। পরে গিয়েছিলেন গোয়ায়। ওডাফাকে আটকানোর জন্য!