HomeUncategorizedHair care:চুলের যত্ন কি করে নেবেন?

Hair care:চুলের যত্ন কি করে নেবেন?

- Advertisement -
  • নারকেল তেল –

নারকেল তেল চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেল চুলকে লম্বা, ঘন ও চকচকে করে। এতে লেবুর রস মিশিয়ে লাগালে খুশকির সমস্যা দূর হয়। একটি পাত্রে 2 চা চামচ নারকেল তেল, এক চা চামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিন। এর পর মাথার ত্বকে ভালো করে লাগান। ৫ মিনিট ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই প্রক্রিয়াটি করুন। ফলাফল আপনার সামনে থাকবে।

  • অ্যালোভেরা জুস এবং লেবুর রস-

অ্যালোভেরা চুলকে চকচকে করে। এতে লেবুর রস মিশিয়ে খেলে দ্বিগুণ উপকার পাওয়া যায়। একটি পাত্রে 4 চামচ অ্যালোভেরার রস নিন। ঘরে অ্যালোভেরা থাকলে এর পাল্প বের করে পিষে নিন। এতে দুই চামচ লেবুর রস মেশান। চুলে ভালো করে লাগান। ঘণ্টাখানেক রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার লাগালে খুশকি চলে যায়।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular