Travel: গরমে ডুব দিন গোয়ার অচেনা সমুদ্র সৈকতে

goa-travel

কাছে পিঠে ঘুরতে (Travel) যাওয়া তো হামেশাই হয়। তবে মাঝে মাঝে যে দূরের অচেনা জায়গা হাতছানি দেয় না সেটা তো নয়। এই গরমে অল্প ছুটিতে ঘুরে আসতেই পারেন ভারতের সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম গোয়ার অপরিচিত এই জায়গা গুলিতে।

ভারতের সবচেয়ে ক্ষুদ্র রাজ্য গোয়া। অর্থনীতির দিক থেকে বেশ কিছু রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে এটি। এর প্রধান কারণই হল এখানকার পর্যটন। অঞ্জুনা, কান্ডোলিম, কালানগুটে বা বাগা বিচের মতো জনবহুল ও জনপ্রিয় বিচ ছাড়াও এমন কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে যেগুলির পরিবেশ এখনও শান্ত ও মনোরম রয়েছে। যেখানে বেশি মানুষের ভিড় হয় না।

   

আরামবল বিচ

উঁচু টিলা দিয়ে ঘেরা উত্তর গোয়ার এই সমুদ্র সৈকতটি গোয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে অন্যতম। এখানে পাশে পরিষ্কার জলের লেক রয়েছে। কাছেই বাজার রয়েছে। অঞ্জুনা বা বাগা বিচের মতো বেশি লোকের ভিড় এখানে হয় না। অথচ সৌন্দর্য এটি কারও থেকে কম যায় না।

কেরিম বিচ

উত্তর গোয়ার অন্যতম পরিষ্কার সমুদ্র সৈকত এই কেরিম বিচ এলাকাটি। সমুদ্রের ধার দিয়ে লম্বা লম্বা পাইন গাছের সারি জায়গাটির শোভা আরও বাড়িয়ে দিয়েছে। উইকএন্ড ট্যুরের জন্য আদর্শ জায়গা এটি। পাশের তেরেকোল দুর্গ ও তেরেকোল নদীর চারপাশও ঘুরে দেখার পক্ষে আদর্শ।

বেতুল বিচ

শান্ত সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম এই বেতুল বিচ। দক্ষিণ গোয়ায় অবস্থিত এই বেতুল বিচ প্রাতঃভ্রমণের পক্ষে দুর্দান্ত। সকালের দিকে শান্ত সমুদ্রের সঙ্গে চারপাশের শোভাও উপভোগ করার মতো। তবে চারপাশে তেমন কোনও দোকানপাট নেই। উইকএন্ডে ঘুরতে গেলে খাবার সঙ্গে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

কনসওলিম বিচ

এই সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ সাদা বালির সৈকত। তার সঙ্গে নীল সমুদ্রের জল ছাড়াও এখানে সূর্যাস্তের দৃশ্য দেখতে আসেন নির্জনতা প্রিয় মানুষেরা।

পতনেম বিচ

চৌরি টাউনে অবস্থিত এই পতনেম বিচ। শান্ত এই বিচের চারপাশে ট্যুরিস্টদের আনাগোনা বেশি হলেও অসুবিধে হয় না। থাকার জন্যে অনেক হোটেল রয়েছে এখানে। শহর এলাকা থেকে খুব বেশি দূরে না হলেও এই বিচের পরিবেশ বেশ মনোরম।

কাকোলেম বিচ

এই সমুদ্র সৈকতটি গোয়ার নির্জন সৈকতগুলির অন্যতম। যাকে ‘টাইগার বিচ’-ও বলা হয়। তবে কেউ কখনও বাঘের দেখা পাননি। যার ফলে নির্জন এই সৈকতে সময় কাটাতে কোনও বাঁধা নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন