JIO: ২০ টাকাতেই এবার মিলবে দ্বিগুন ডেটা

ফের নতুন অফার এনে সকলকে চমকে দিল জিও (JIO)। এই নতুন প্ল্যান অনুযায়ী, গ্রাহকরা ২০ টাকা দিয়ে দ্বিগুণ ভ্যালিডিটি পাবেন। ৪৯৯ ও ৪৭৯ টাকার দুটি প্ল্যান রয়েছে জিওর।

এই দুটি প্ল্যানের মধ্যে ২০ টাকার তফাৎ রয়েছে, তবে দু’টির ভ্যালিডিটির মধ্যে অনেক ফারাক রয়েছে, তাই এই প্ল্যানগুলির সম্বন্ধে ভালোভাবে জনে নিন। রিলায়েন্স জিও-র ৪৯৯ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে আপনি প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এভাবে মোট ২৮ দিনে ৫৬ জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

   

এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাবেন। এই প্ল্যানের বিশেষ বিষয় হল এটি জিও অ্যাপগুলির সাথে 1 বছরের জন্য ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশনও সরবরাহ করে। একই সঙ্গে যদি জিও-র ৪৭৯ টাকার প্ল্যানের কথা বলা হয়, তাহলে তার ভ্যালিডিটি থাকবে ৫৬ দিন। তবে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। কিন্তু ৫৬ দিনে আপনি মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাবেন। এটি জিও অ্যাপ্লিকেশনগুলির জন্য একটি বিনামূল্যে সাবস্ক্রিপশনও পায়। উল্লেখ্য, এই প্ল্যানে আপনি ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন না।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন